ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে ডৌনিতেই দৃষ্টি থাকবে

প্রকাশিত: ০৬:৫৪, ২৫ আগস্ট ২০১৬

ভবিষ্যতে ডৌনিতেই দৃষ্টি থাকবে

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকের শেষে অনেক এ্যাথলেটই হাসি মুখে দেশে ফিরেছেন। অবিস্মরণীয় অর্জন এবং সুনামের সঙ্গেই যে ক্রীড়াজগতের মহাযজ্ঞ শেষ করেছেন তারা। বিশেষ করে অলিম্পিকের ডাবল চ্যাম্পিয়ন ম্যাক্স উইটলক, ১৬ বছরের ব্রোঞ্জজয়ী এ্যামি টুইঙ্কলার এবং হাইভারে ব্রোঞ্জপদক জয়ী নিল উইলসন। অলিম্পিকের ইতিহাসে জিমন্যাস্টিকসে এটাই ব্রিটেনের সেরা সাফল্যের টুর্নামেন্ট। রিওতে সাত পদক জিতেছে তারা। কিন্তু ইল্লি ডৌনি রিও অলিম্পিকের বাছাইয়ে ব্যর্থ হন। অল এরাউন্ড ইভেন্টে ১৩তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন তিনি। তাতেই স্বপ্ন ভঙ্গ হয় তার। বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রিটেনের ইতিহাসের প্রথম এ্যাথলেট হিসেবে অল এরাউন্ডে প্রথম হয়েছিলেন তিনি। যে কারণে ইল্লি ডৌনির দিকে দৃষ্টি ছিল সবার। তরুণ এই প্রতিভাবান এই জিমন্যাস্ট দেশকে গর্বিত করবেন পদক উপহার দিয়ে। তবে রিওতে আলো ছড়াতে না পারলেও এটাকে অভিজ্ঞতার মঞ্চ হিসেবেই দেখছেন ইল্লি। আর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের অলিম্পিকের মিশন শুরু করবেন তিনি। টোকিওতে যাওয়ার সময় তার বয়স হবে মাত্র ২০। এই অভিজ্ঞতাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে টোকিওতে নিশ্চয়ই জ্বলে উঠতে চাইবেন ডৌনি। ডৌনি না পারলেও এবার চমক উপহার দিয়েছে গ্রেট ব্রিটেন। কেননা শক্তিশালী চীনকে পেছনে ফেলে যে পদক তালিকার দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন তারা।
×