ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টোকিও মাতাবেন ফ্রাঙ্কলিন

প্রকাশিত: ০৬:৫৪, ২৫ আগস্ট ২০১৬

টোকিও মাতাবেন ফ্রাঙ্কলিন

স্পোর্টস রিপোর্টার ॥ গত লন্ডন অলিম্পিকে যে ক’জন উদীয়মান এ্যাথলেট সাড়া জাগানো নৈপুণ্য দিয়ে বাজিমাত করেছিলেন, তাদেরই একজন মার্কিন প্রমীলা সাঁতারু মিসি ফ্রাঙ্কলিন। সেবার ১৭ বছর বয়সী এ সাঁতারু জিতেছিলেন চার স্বর্ণ এবং এক তাম্রপদক। অনন্য এ কৃতিত্বের জন্য যুক্তরাষ্ট্র সাঁতার ফেডারেশন তাকে ‘ইউএসএ সুইমিং এ্যাথলেট অব দ্য ইয়ার’ খেতাবে ভূষিত করে। মিডিয়ার কাছে মিসি লন্ডন অলিম্পিকে পরিচিতি পান ‘মহিলাদের মাইকেল ফেলপস’ নামে। ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে স্বর্ণপদক পাওয়ার পাশাপাশি গড়েন বিশ্বরেকর্ড। বিশ্বরেকর্ড গড়েন ৪ গুণিতক ১০০ মিটার রিলেতেও। ৬ ফুট ১ ইঞ্চি এবং ৭৫ কেজির অধিকারী মিসির জন্ম ১০ মে, ১৯৯৫ সালে। ৫ বছর বয়সে সাঁতারে হাতেখড়ি হয় তার। উচ্চতায় লম্বা হওয়ায় সাঁতারই বেছে নেন তিনি। স্কুল পর্যায়ে বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক নজরকাড়া সাফল্য পেয়ে জাতীয় পর্যায়ে সাঁতার দলে অন্তর্ভুক্ত হন। এরপর ঠাঁই পান ২০১২ অলিম্পিকে। তবে এবারের রিও অলিম্পিকে মাত্র ১টি সোনা জেতেন মিসি (৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইলে)। তবে আগামীতে টোকিওতে ঠিকই আবার ঝড় তুলবেন তিনি, এমনটাই আশা করা হচ্ছে।
×