ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সম্ভাবনাময় ডাইভিং কন্যা তোলসন

প্রকাশিত: ০৬:৫৪, ২৫ আগস্ট ২০১৬

সম্ভাবনাময় ডাইভিং কন্যা তোলসন

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৬ বছর বয়স লোইস তোলসনের। দারুণ সম্ভাবনা নিয়েই ব্রাজিলের রিও অলিম্পিকে ব্রিটেনের দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। আশা জাগিয়েও শেষ পর্যন্ত পদক জিততে পারেননি তরুণ এই ড্রাইভার। তবে রিও অলিম্পিকে না পারলেও হতাশ নন গ্রেট ব্রিটেনের এই তরুণ প্রতিভাবান তারকা। তার দৃষ্টি এখন জাপানের রাজধানী টোকিও অলিম্পিকে। এই চার বছরের মধ্যে নিজেকে আরও ভালভাবে প্রস্তুত করতে চান তিনি। রিও অলিম্পিকে গ্রেট ব্রিটেনের সর্বকনিষ্ঠ এ্যাথলেট হিসেবে দলে জায়গা করে নিয়েছিলেন লোইস তোলসন। এর আগে জুনিয়ার চ্যাম্পিয়নশিপে পদক জিতেই পাদপ্রদীপের আলোয় আসেন তিনি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নাম্বার খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছিলেন স্বপ্নের রিও অলিম্পিকে। তবে রিও অলিম্পিকে লোইস তোলসন এবং তার পার্টনার ১০ মিটার প্ল্যাটফর্ম সিনক্রোনাইজের ফাইনালে ব্যর্থ হলেও দ্যুতি ছড়িয়েছেন ব্রিটেনের অন্য ড্রাইভাররা। বিশেষ করে জ্যাক লাফার গ্রেট ব্রিটেনের অলিম্পিক ইতিহাসের সবচেয়ে সফল ড্রাইভার। স্বর্ণপদক জয়ের পাশাপাশি রৌপ্য জয়েরও স্বাদ পেয়েছেন তিনি।
×