ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বিশ্বসেরাদের একজন নেইমার’

প্রকাশিত: ০৬:৫৩, ২৫ আগস্ট ২০১৬

‘বিশ্বসেরাদের একজন নেইমার’

স্পোর্টস রিপোর্টার ॥ সময় এখন নেইমারের। ব্রাজিলিয়ান তারকা সদ্যই দেশকে জিতিয়েছেন প্রথমবারের মতো অলিম্পিক ফুবটলের স্বর্ণ। এ কারণে তাকে নিয়ে চলছে প্রশংসার ডামাডোল। ক্লাব দল বার্সিলোনাও দিয়েছে ছাড়। সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলতে পারবেন নেইমার। দারুণ এই সময়ের মধ্যে নেইমারকে প্রশংসায় ভাসিয়েছেন তার ক্লাব সতীর্থ জেরার্ড পিকে। স্প্যানিশ এ ডিফেন্ডার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা বলে অভিহিত করেছেন। অলিম্পিকে দেশকে সোনার পদক জেতানো নেইমার বার্সিলোনা কোচ লুইস এনরিকের কাছ থেকে বাড়তি ছুটি কাটানোর অনুমতি পেয়েছেন। বাড়তি ছুটি নেইমারের প্রাপ্য বলেই মনে করেন বার্সা ডিফেন্ডার পিকে। তিনি বলেন, অলিম্পিক গেমসে নেইমার দেখিয়েছে যে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। কারণ চ্যাম্পিয়ন হতে চূড়ান্ত পেনাল্টি থেকে তাকে গোল করতে হতো। সে আরও ছুটি অর্জন করেছে। পিকে আরও বলেন, এটা তার জন্য সহজ নয় কারণ ব্রাজিলের জার্সি গায়ে খেলা মানে জয়ের জন্য অনেক চাপ থাকা। তার আর তার সতীর্থদের জন্য এটা খুব কঠিন এক টুর্নামেন্ট ছিল। বাস্তবতা হচ্ছে যে তাকে আরও কিছু দিন ছুটি কাটাতে দেয়াটা খুব ভাল সিদ্ধান্ত।
×