ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবু সি আর সেভেনকে অপছন্দ তারকাদের!

প্রকাশিত: ০৬:৫৩, ২৫ আগস্ট ২০১৬

তবু সি আর সেভেনকে অপছন্দ তারকাদের!

স্পোর্টস রিপোর্টার ॥ অর্জনের কমতি নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। চলমান বছরেই জিতেছেন জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো ট্রফি। শোকেসে তুলেছেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। আর সবশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন সবচেয়ে মর্যাদার চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি। অথচ অবাক করা বিষয়, সাবেক তারকা ফুটবলাররা একদমই পছন্দ করেন না রোনাল্ডোকে! এর প্রমাণ সম্প্রতি মিলেছে। বেশ কয়েকজন তারকা তাদের স্বপ্নের একাদশ বানিয়েছেন। সেখানে জায়গা হয়নি পর্তুগাল অধিনায়কের। ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রিভাল্ডো, সুইডেনের তারকা ফুটবলার জ¬াতান ইব্রাহিমোভিচ, ইতালির সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলোর একাদশে ঠাঁই হয়নি সি আর সেভেনের। সবশেষ ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডোর গড়া একাদশেও জায়গা হয়নি রোনাল্ডোর। বড় রোনাল্ডো নিজের গড়া দলে আক্রমণভাগে পেলের সঙ্গে নিজেকেও রেখেছেন। ৪-৪-২ ফরমেশনের দলে ব্রাজিলের চার, ইতালির চার, আর্জেন্টিনার দুই ও ফ্রান্সের একজন জায়গা পেয়েছেন। স্বপ্নের এ দলে মিডফিল্ডে আছেন জিনেদিন জিদান, দিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসি ও আন্দ্রে পিরলো। রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন পাওলো মালদিনি, ফ্যাবিও ক্যানাভারো, কাফু ও রবার্তো কার্লোস। আর গোলরক্ষক হিসেবে জায়গা হয়েছে ইতালিয়ান তারকা জিয়ানলুইজি বুফনের। নিজের দল নিয়ে রোনাল্ডো সাক্ষাতকারে বলেন, জানি অনেককেই নিতে পারিনি। অনেক খেলোয়াড়ই বাদ গেল। কিন্তু হ্যাঁ, এটাই আমার সেরা একাদশ। তবে রোনাল্ডোর একাদশে না থাকলেও হয়ত যায় আসে না পর্তুগীজ তারকার! কেননা সময়ের অন্যতম সেরা এই ফুটবলার আরও একটি ব্যক্তিগত এ্যাওয়ার্ড জিততে চলেছেন। আজ রাতেই ঘোষণা করা হবে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের নাম। গ্যারেথ বেল, এ্যান্টোনিও গ্রিজম্যানের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ধারণা করা হচ্ছে, আরও একবার মুকুট পরতে যাচ্ছেন রিয়াল তারকা। এ্যাওয়ার্ড পান আর না পান চলতি বছরটিকে ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবে অভিহিত করেছেন তিনি। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম সেরা একটি মৌসুম কাটানোর সব কৃতিত্বই রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানকে দিয়েছেন রোনাল্ডো। গত জুনে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো জিতে পর্তুগালের হয়ে প্রথম বড় কোন টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেয়েছেন রোনাল্ডো। আর ক্লাব ও দেশের হয়ে বড় এই সাফল্যগুলোই ৩১ বছর বয়সী এই তারকাকে এবারের মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড়ের তালিকায় ফেবারিট করে তুলেছে। নিজের এই সাফল্যের পেছনে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড কোচ জিদানের প্রশংসা করতে ভুল করেননি। রোনাল্ডো এ প্রসঙ্গে বলেন, গত মৌসুমে আমাদের শুরুটা মোটেই ভাল হয়নি। কিন্তু শেষটাতে আমরা দারুণ খুশি। আমি মনে করি জিদান আসার পরেই সবকিছুর পরিবর্তন হয়েছেন। আমরা চ্যাম্পিয়ন্স লীগে জিতেছি। আমি ছিলাম সর্বোচ্চ গোলদাতা। সম্ভবত ক্যারিয়ারে এটাই আমার সেরা মৌসুম। শুধু শিরোপার দিকে নজর দিলেও দেখা যাবে এটাই আমার সেরা মৌসুম। পর্তুগালের হয়ে আমি ইউরো ২০১৬ জিতেছি যা ক্যারিয়ারের অন্যরকম একটি সফলতা। তবে নিজের ব্যক্তিগত এই অর্জনকে রোনাল্ডো দলীয় সাফল্যের ওপরে স্থান দিতে চান না। তার মতে ব্যক্তিগত পুরস্কার নয়, বরং দলীয় সাফল্যই আমার কাছে মুখ্য। সি আর সেভেন জানান, ইউরোপের এ্যাওয়ার্ডের জন্য বেল ও গ্রিজম্যানকে সঙ্গে পেয়ে আমি দারুণ খুশি। এই এ্যাওয়ার্ড চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সবসময়ই আমি সেখানে ছিলাম, তিনবার অবশ্য জিতেছি। এই পুরস্কার এটাই প্রমাণ করে যে পুরো মৌসুমে আমি ভাল খেলেছি, শুধু ব্যক্তিগতভাবে নয়, দলীয়ভাবেও। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা অর্জন সত্যিই বিশেষ কিছু। ২০১৫ সালে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন বার্সিলোনা তারকা লিওনেল মেসি। কিন্তু এবার সেরা তিনেই জায়গা হয়নি আর্জেন্টাইন তারকার। এদিকে আর্জেন্টিনার নতুন কোচ এডুয়ার্ডো বাউজা জানিয়েছেন, মেসির উপর কোন চাপ নেই। তাকে নির্ভার রাখা হবে। সাক্ষাতকারে বাউজা বলেন, মেসিকে সবসময়ই এমন চাপ দিলে চলবে না যে তোমাকে গোল করতেই হবে, ভাল খেলতেই হবে। এমন পরিস্থিতিতে তাকে ফেলা উচিত হবে না যে যেকোন সমস্যার সমাধান সবসময় তাকেই করতে হবে। পুরো দলের ওপরই নির্ভর করতে হবে। শুধু মেসির ওপর নির্ভরশীলতা আমি বন্ধ করতে চাই।
×