ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেট ও ফতুল্লায় এইচপির অনুশীলন ম্যাচ

প্রকাশিত: ০৬:৫২, ২৫ আগস্ট ২০১৬

 সিলেট ও ফতুল্লায় এইচপির অনুশীলন ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধান কোচ ছাড়াই স্থানীয় কোচদের দিয়ে চলছে হাই পারফর্মেন্স প্রোগ্রামের (এইচপি) কার্যক্রম। চলতি বছরের কার্যক্রম প্রায় শেষান্তে চলে এসেছে। ৮ সেপ্টেম্বর শেষ হবে এইচপির ক্যাম্প। গত বছরের মতো এবারও বিদেশ সফর হচ্ছে না এইচপির ক্রিকেটারদের। আগের মতোই ক্যাম্প শেষে অনুশীলন ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রিকেটারদের। সিলেট ও ফতুল্লায় হবে দুটি তিনদিনের ম্যাচ। আগামী ২৮-৩০ আগস্ট সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। এরপর ফতুল্লায় ৩-৫ সেপ্টেম্বর দ্বিতীয় তিনদিনের ম্যাচ। ক্যাম্পে ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন স্থানীয় কোচরা। সেই কাজ সম্পর্কে ধারণা দিয়েছেন মিজানুর রহমান বাবুল। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে ট্যাকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি। ম্যাচে পারফর্মেন্স কিভাবে বের করে আনতে হয়। এখানে বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। অনুর্ধ ১৯ দল থেকে অনেকে এসেছে, প্রিমিয়ার লীগের পারফর্মার আছে, কিছু সিনিয়র প্লেয়ার আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, স্পিন বোলিং নিয়ে কাজ হয়েছে। কার কোথোয় দূর্বলতা সেটা নির্দিষ্ট করে যার যতটুকু প্রয়োজন সেভাবেই কাজ হয়েছে।’ স্থানীয় কোচদের মধ্যে ব্যাটিংয়ে জাফরুল এহসান, ফিল্ডিংয়ে সোহেল ইসলাম, স্পিনে ওয়াহিদুল হক গনি ও মোহাম্মদ রফিক, পেস বোলিংয়ে সরোয়ার ইমরান ও মিজানুর রহমান কাজ করেছেন। পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। স্পিন পরামর্শক হিসেবে ছিলেন ভারতের ভেঙ্কটপতি রাজু। অবশ্য ব্যাটিং পরামর্শক হিসেবে কাউকে আনতে পারেনি বিসিবি। ক্যাম্পের সুফলটা অনুশীলন ম্যাচেই দেখার আশা করছেন মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, ‘সামনে বিসিএল আছে। এ ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল লঙ্গার ভার্সন বিসিএলে যেন ছেলেরা ভাল করতে পারে। বড় পরিসরের ক্রিকেটে আমরা এমনিতেও পিছিয়ে। টেকনিক নিয়ে আমরা যে কাজ করলাম ওটার একটা প্রতিফলন দেখা যাবে সিলেটে ও ফতুল্লার প্রস্তুতি ম্যাচে।’
×