ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাসেদ আহমেদ শিপলু

ঈদের চলচ্চিত্রের হালচাল

প্রকাশিত: ০৬:৩৭, ২৫ আগস্ট ২০১৬

ঈদের চলচ্চিত্রের হালচাল

ঈদ-উল-আযহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে বসগিরি ও শূটার। এরই মধ্যে চলচ্চিত্রের শূটিং এগিয়ে চলছে দ্রুত। বিশ্বস্ত সূত্র মতে, বসগিরি চলচ্চিত্রের শূটিং আর মাত্র একদিন করলেই শেষ হয়ে যাবে। এদিকে শূটার চলচ্চিত্রের সিক্যুয়েন্স শেষ হয়ে এখন শুরু হয়েছে গানের শূটিংয়ের কাজ। চিত্রনায়ক শাকিব খান আর নবাগতা বুবলী অভিনীত এই দুটি চলচ্চিত্রের কাজ নিয়ে আশাবাদী সবাই। শূটার চলচ্চিত্রের প্রযোজকের সঙ্গে কথা বলে জানা যায় যে, এরই মধ্যে চলচ্চিত্রের সব সিক্যুয়েন্সের শূটিং শেষ হয়েছে। শুক্রবার শাকিব খান শূটিং না করলেও ঈদের চলচ্চিত্রের কাজ শেষ করতে তিনি রেস্ট না নিয়েই টানা শূটিং করছেন। কয়েকদিন আগে উত্তরায় চলচ্চিত্রের সিক্যুয়েন্সের কাজ শেষ হয়েছে। অন্যদিকে গানের শূটিং শুরু হয়েছে। ঢাকায় শূটিং শেষ হয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে বান্দরবান ও রাঙ্গামাটিতে যাবার। কারণ বান্দরবন ও রাঙ্গামাটিতে তেমন অনেক লোকেশন আছে,যেখানে কেউ শুটিং করতে যায় না। তাই এই চলচ্চিত্রের জন্য নতুন কিছু লোকেশনে শূটিং করার প্লান করছে শূটার-এর কলাকুশলীরা। বসগিরি চলচ্চিত্রের বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘আমরা ব্যাংককে গানের শুটিং শেষ করেছি। সিক্যুয়েন্সের কাজও প্রায় শেষ। আর মাত্র একদিনের শূটিং করলেই সিক্যুয়েন্স শেষ হয়ে যাবে। যতটুকু শূটিং হয়েছে তার ডাবিং শেষ করেছি। দুটি চলচ্চিত্রের কাজই আমরা টানা শেষ করছি। আশা করি আগামী ঈদে চলচ্চিত্রটি দর্শক দেখতে পাবে।’ উল্লেখ্য, শূটার হতে যাচ্ছে বুবলীর দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি শামিম আহমেদ রনি পরিচালিত বসগিরি দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। রাজু চৌধুরী পরিচালিত শূটার চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথিসহ অনেকেই। শাকিব ও বুবলী ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ। অন্যদিকে,এই ঈদে সাধারণত শাকিব ছাড়াও এইবার মুক্তি পেতে যাচ্ছে নবাগত রোশান অভিনীত এবং চিত্রনায়িকা পরিমণি অভিনীত ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় চলচ্চিত্র রক্ত।যদিও দুদিন আগেও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ রক্ত চলচ্চিত্রটি মুক্তি না দেওয়ার ব্যাপাওে ধুম্রজালের সৃষ্টি করেছিল। রক্ত ছাড়াও ঈদে জাজ ও এস কে মুভিজের প্রযোজনায় নির্মিত ভারতীয় তারকা নির্ভর চলচ্চিত্র প্রেম কি বুঝিনি মুক্তি পেতে পাবে বলে জানা যায়। তবে এবার চিত্রনায়ক শাকিবের সঙ্গে পাল্লা দিয়ে চিত্রনায়ক বাপ্পীর একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকলেও শেষপর্যন্ত এই দুটি চলচ্চিত্রের মুক্তি নিয়েও জটিলতা রয়েছে বলে জানা যায়।বাপ্পী অভিনীত চলচ্চিত্র দুটির নাম আপন মানুষ ও এক রাস্তা।প্রথমটিতে তার বিপরীতে আছেন পরীমণি,দ্বিতীয়টিতে ববি। আপন মানুষ নিয়ে পরিচালক বলেন, ‘আমার চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছি। যে কোন সময় চলচ্চিত্রটি মুক্তি দিতে পারি। আমি ভাল একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। ঈদের সময় যেহেতু পরীমণির রক্ত চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে,তাই ঈদের পরে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই। কারণ নায়ক বাপ্পীর এরই মধ্যে দর্শক তৈরি হয়েছে। নায়িকা পরীরও দর্শক তৈরি হয়েছে। বাপ্পী-পরী জুটির এই চলচ্চিত্র দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।‘ অপরদিকে এক রাস্তা বা ওয়ান ওয়ে ঈদে মুক্তি না দেওয়া নিয়ে চলচ্চিত্রের নায়িকা ববি বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমার চলচ্চিত্র ঈদে দর্শকদের আনন্দ দিয়েছে। গত রোজার ঈদে আমার কোন চলচ্চিত্র মুক্তি পায়নি।কয়েকবার ঘোষণা দিয়েও চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়নি।আমরা চলচ্চিত্রটি ঈদে মুক্তি দিতে চেয়েছি। ’ ইফতেখার চৌধুরী পরিচালিত এক রাস্ত এই ঈদেই মুক্তির দেয়ার কথা ছিল। কিন্তু কিছু জটিলতার কারণে এই চলচ্চিত্র মুক্তি নিয়ে ঝামেলা রয়েছে।এতে ববি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন। ক্রাইম থ্রিলারধর্মী চলচ্চিত্রটি অনেকদিন ধরে আলোচনায় আছে। ২০১৫ সালের ঈদ-উল-আযহায় রাজাবাবু‘র ববির আর কোন সিনেমা মুক্তি পায়নি। অন্যদিকে মিলনের ক্যারিয়ারে বেশ গুরুত্বপূর্ণ চলচ্চিত্র এক রাস্তা বা ওয়ান ওয়ে। এ ছাড়া আঁচলের বিপরীতে অভিনীত সুলতানা বিবিয়ানা-এর মুক্তির কথাও শোনা গিয়েছিল। ঈদ-উল-আযহায় মুক্তির কথা ছিল সুলতানা বিবিয়ানার। তবে কিছু শূটিং বাকি থাকায় ও একাধিক যৌথ প্রযোজনার কারণে পিছিয়ে যায়। তবে কারণ হিসেবে পরিচালক জানালেন ভিন্ন কথা। হিমেল আশরাফ বলেন, সুলতানা বিবিয়ানা চলচ্চিত্রের শুধু একটি গানের শূটিং বাকি ছিল। এই গানের শূটিং বান্দরবানে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কিছু দিন আগে চলচ্চিত্রের নায়ক বাপ্পীর পিঠে অপারেশন হয়। যার কারণে এই মুহূর্তে শূটিং করার মতো তিনি সুস্থ নন। এ অবস্থায় আমরা আগামী ঈদে সুলতানা বিবিয়ানা মুক্তি দিতে পারছি না। আশা করি, অক্টোবর মাসের ৭ তারিখ সারাদেশে সুলতানা বিবিয়ানা একযোগে মুক্তি পাবে।’ তবে এবার পরীমণি-রোশান জুটি নতুন সংযোজন।অন্যদিকে বাংলা চলচ্চিত্রে বর্তমান কিং শাকিব খান তো আগেই পরীক্ষিত। তবে চ্যালেঞ্জটা নিয়েছেন নতুন মুখ বুবলীকে নিয়ে। এবার দেখার পালা ঈদের সুবিধা কেমন করে তুলে নেন শাকিব-বুবলী আর পরী-রোশান জুটি!
×