ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ আগস্ট ২০১৬

টুকরো খবর

হামলায় স্কুলছাত্রীসহ আহত দুই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুলছাত্রী ও তার বড় বোনকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলায় একই পরিবারের চার জন আহত হয়েছে। বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার ও তার বোন মুক্তা আক্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ওই স্কুলছাত্রীর মা সাজেদা বেগম, বাবা ফারুক হাওলাদারকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ভবন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার তৈলকাই গ্রামের শহিদ সেখ, হালিম সেখ, সেলিম সেখ, আলি সেখসহ সন্ত্রাসীরা প্রতিবেশী ফারুক হাওলাদারের বাড়িতে হামলা চালায়। ময়মনসিংহে ইজিবাইক চালক স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ থেকে জানান, চোর সন্দেহে নির্দয় নির্যাতনের শিকার হয়েছেন ইজিবাইক চালক ইকরামুল হক। গুরুতর আহত ইকরামুলকে উদ্ধার করে পুলিশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগ ইজিবাইক চোর সন্দেহে ইকরামুলকে বাসায় আটক রেখে মধ্যযুগীয় কায়দায় মারধর করে নতুনবাজার বাগানবাড়ি এলাকার শহীদ। মঙ্গলবার রাতের এই ঘটনায় পুলিশ শহীদকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ময়মনসিংহ সদরের চরগোবিন্দপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ইকরামুল হক পেশায় ইজিবাইক চালক। গত ১৮ আগস্ট বলাশপুর এলাকার মইজ্যা নামে এক ব্যক্তি ইজিবাইক চালানোর কথা বলে ইকরামুলকে নতুন বাজার এলাকার ইজিবাইকের মালিক শহীদের কাছে পাঠায়। ইকরামুলকে বাসায় আটকে রেখে রড গরম করে ছ্যাঁকা দেয় শহীদ। হাতুড়ি দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এভাবে পাঁচ দিন আটকে রেখে শহীদ পালা করে নির্যাতন চালায় ইকরামুলের ওপর। চোরাই অটোরিক্সাসহ আটক ৫ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ২৪ আগস্ট ॥ বাঁশখালী থানা পুলিশ পুকুরিয়া চানপুর বাজারে চোরাই অটোরিক্সাসহ দুজনকে আটক করেছে। বুধবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী গ্রামের উত্তর মির্জাখীল এলাকার আফছার উদ্দিনের ছেলে ইমাম হোসেন মানিক ও সাতকানিয়া উপজেলার পশ্চিম তেমোহুনী গ্রামের আবুল হোসেনের পুত্র আলমগীর হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অটোরিক্সাটি উদ্ধার করা হয়। অন্যদিকে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামিকেও গ্রেফতার করেছে থানা পুলিশ। চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও উপজেলা পরিষদের সমন্বয় সভা থেকে সংবাদকর্মীদের বের করে দেয়ার প্রতিবাদে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুবদল নেতা শাফায়াত আজিজ রাজুর অপসারণসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদকর্মীরা ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম হিরু, মুহাম্মদ গিয়াস উদ্দিন, ছগির আহমদ আজগরী, পেকুয়া উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। মাদকসহ আটক দুই স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা ও চারঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে ৪৯ বোতল ফেনসিডিল এবং ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে বিজিবির পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- পবা উপজেলার সোনাইকান্দি গ্রামের মৃত আবতাব ঘোষের ছেলে হাসিবুল ঘোষ এবং চারঘাট থানার সাধীপুর গ্রামের মৃত ওয়াস আলীর ছেলে উজির আলী। সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে বুধবার সকালে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইকোনমিক সিকিউরিটি ‘ইকোসেক’ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ৪র্থ পর্যায়ে চেক বিতরণ ও নিরাপদ পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বিষয়ক ওয়াশ প্রকল্পের উদ্বোধন হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সহসভাপতি চৌধুরী আতাউর রহমান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ মজিদ আলী ও ইঞ্জিনিয়ার আশরাফ এএম আবু আমসা। বিদ্যুত বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ আগস্ট ॥ লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে বুধবার দুপুরে জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ বিদ্যুত গ্রাহকরা বৈদ্যুতিক বাল্ব ভেঙ্গে এবং হারিকেন হাতে সড়কে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান। ভুক্তভোগী গাইবান্ধাবাসী কর্মসূচীর আয়োজন করেন। সাংস্কৃতিক কর্মী আলমগীর কবির বাদলের সভাপতিত্বে জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, জেলা সিপিবি সম্পাদক মিহির ঘোষ, বাসদ সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। গাইবান্ধায় কিশোর নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ আগস্ট ॥ সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম ফলিয়া (পুলবন্দী) গ্রামের রিক্সাচালক আল আমিনের ছেলে পাপ্পু মিয়া ওরফে আরমানকে (১৫) খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মতো আরমান জেলা শহরের পুরাতন বাজারে আফছার মিয়ার হোস্টেলে কাজের জন্য আসে। এরপর সে আর বাড়িতে ফিরে যায়নি। তার খোঁজ পেলে ০১৯২২২৭৯৭২৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে। টেকনাফে ১১৪ ভরি স্বর্ণ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ১১৪ ভরি ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যার পর ট্রানজিট ঘাট এলাকা থেকে প্রায় ৪৮ লাখ টাকার এসব স্বর্ণ উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী বলেন, নাফ নদীর ট্রানজিট ঘাটে কালো পলিথিন দিয়ে মোড়ানো দুটি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায় স্বর্ণ পাচারকারীরা। রামুতে ডাকাতি, অপহৃত ৩ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুর ঈদগড়ের ঘিলাতলী ও খুটাখালীর পূর্ণগ্রামের ৭ বসতবাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাতে চকরিয়ার খুটাখালীর পূর্ণগ্রামের ইকবালের স্ত্রী কামরুন্নাহার ডাকাত দলের গুলিতে আহত হয়েছে। অপরদিকে ছৈয়দ আলম, গুরা মিয়া ও সোনা মিয়ার বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে ডাকাত দল লুট করেছে স্বর্ণলঙ্কার ও নগদ টাকা। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঈদগড়ের ধুমছাকাটা নামক স্থানে হললাইন সার্ভিসের গাড়িতে ডাকাত দল হানা দিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ছিনিয়ে নেয়। গাড়ি থেকে দক্ষিণ বাইশারীর মাস্টার মোতাহেরের পুত্র রাশেদ, হলদিয়া শিয়ার মোহাম্মদ আমিরের পুত্র নেজাম উদ্দীন ও ঈদগড় কাটা জঙ্গলের মৌলভী হাফিজুর রহমানকে অপহরণ করে পার্শ্ববর্তী জঙ্গলের দিকে নিয়ে যায়। সন্ত্রাসীদের মহড়া নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৪ আগস্ট ॥ পটিয়া পৌর সদরের থানার সন্নিকটে জায়গা ও দোকান দখল করতে একটি সন্ত্রাসী গ্রুপ মহড়া দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা সোনা মিয়ার পুত্র ঠিকাদার জাহাঙ্গীর আলম পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জায়গা ও দোকান দখলের পায়তারাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ আগস্ট ॥ লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী পাস ও অনার্স কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বুধবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়। কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি বর্তমানে ডিগ্রী ও অনার্স কলেজে পরিণত হয়েছে। এখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় আড়াই হাজার। সবজি গাছ কেটে সাবাড় নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ২৪ আগস্ট ॥ মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের কৃষক লিটন পালের এক একর জমিতে লাউ ও শসা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটায়। এতে ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কৃষক লিটন পাল জানান, বাড়ির সামনের এক একর জমিতে এ বছর লাউ ও শসা চাষ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছিল ভাল। কিন্তু মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা সব লাউ ও শসা গাছ দা দিয়ে কেটে সাবাড় করে দেয়। ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ আগস্ট ॥ বগুড়ার সান্তাহারে ট্রেনে থেকে পড়ে অজ্ঞাতনামা (৩২)এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার সকালে সান্তাহারের কায়েতপাড়া ছোট রেলব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সান্তাহার থেকে বোনারপাড়া অভিমুখে পদ্মরাগ ট্রেনটি ছেড়ে যাওয়ার পর অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। জোড়া খুনের হোতা বিএনপি নেতা আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় চাঞ্চল্যকর মা-ছেলে হত্যাকা-ের মূল হোতাকে শনাক্ত করেছে পুলিশ। এনামুল হক নামের ওই বিএনপি নেতাকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। মামলার প্রায় ৯৫ ভাগ তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। এনামুল হক বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দ্বীপনগর কলেজের ভূগোল বিভাগের প্রভাষক। জেলা পুলিশের অপরাধ তদন্ত শাখার কর্মকর্তারা জোড়া খুন মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ১৪ আগস্ট রাতে দ্বীপনগর গ্রামে হানা দিয়ে এনামুলকে গ্রেফতার করে নিয়ে আসে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে ও গ্রেফতারকৃত এনামুলের দেয়া তথ্য অনুয়ায়ী মোটা অংকের মাদক পাচারের টাকার ভাগবাটোয়া নিয়ে দ্বন্দ্বে ২০১৪ সালের ২৪ নবেম্বর মা-ছেলেকে খুন করা হয়। গুলি করে টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে বুধবার বিকেলে শাহ সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গুলি করে সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুই পায়ে গুলিবিদ্ধ ওই বিক্রয় প্রতিনিধিকে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের নাম শফিকুল ইসলাম। তিনি কুড়িগ্রামের রাজিবপুর থানার শঙ্কর মাধবপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। সফিপুর বাজারের সিমেন্ট ব্যবসায়ী আব্দুল জব্বার ও আহত সফিকুল ইসলাম জানান, শাহ সিমেন্টের গাজীপুরের কোনাবাড়ি বাজারের মেসার্স কোনাবাড়ি ট্রেড লিংক নামের একটি এজেন্টের বিক্রয় প্রতিনিধি শফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় ভাড়া থাকেন। বুধবার তিনি কালিয়াকৈরের সফিপুরসহ আশপাশের বেশ কয়েকটি সিমেন্টের দোকান থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকা আদায় করেন। দায়িত্ব গ্রহণকালে ইউপি সদস্যের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৪ আগস্ট ॥ কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণকালে সাগর খান মনা নামে এক মেম্বারের মৃত্যু হয়েছে। চিংড়া বাজারে ইউনিয়ন পরিষদ ভবনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বুধবার দুপুরে বক্তব্য প্রদানের সময় হার্টএটাকে তার মৃত্যু হয়। তিনি সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত মেম্বার ও ঝিকরা গ্রামের বাসিন্দা নওশের আলী খানের ছেলে। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুল ইসলাম মুক্ত জানান, বুধবার পরিষদের প্রথম সভার শেষ পর্যায়ে মেম্বার সাগর খান মনা বক্তব্য দেয়ার সময় তার চেয়ারের ওপর ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অগ্নিকা-ে গবাদিপশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৪ আগস্ট ॥ দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের মানিককান্দি গ্রামে অগ্নিকা-ে এক পরিবারের ৫টি গরু, অর্ধশতাধিক হাঁস, মুরগি এবং একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। গৃহকর্তা মহসিন মিয়া জানান, হঠাৎ প্রচ- তাপে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গরু, ছাগল, হাঁস, মুরগির গায়ে লেগে যায়। অগ্নিকা-ে মহসিন মিয়া ও তার ছেলে বাবু মিয়া আহত হয়েছেন। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় বুধবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম মঞ্জুর হোসেন (৪৫)। তিনি কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। কাপাসিয়া থানার এসআই সেন্টু সিংহ বলেন, বাড়ির পাশে কাজ করার সময় বুধবার বিদ্যুতের ছেঁড়া ও ঝুলন্ত একটি তারে জড়িয়ে পড়েন কৃষক মঞ্জুর হোসেন। স্বজনরা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ১৪ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ আগস্ট ॥ জেলার কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারী গাড়িতে হামলা, ভাংচুর ও তাঁকে হত্যা চেষ্টা মামলায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলসহ ১৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলসহ অন্য আসামিরা গত বছরের ২২ নবেম্বর কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজের সরকারী গাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলসহ ১৫ জনের নামোল্লেখ করে কলমাকান্দা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। বুধবার আদালতে হাজির হলে আদালত শুধু শামীম নামে শারীরিক প্রতিবন্ধী এক জনের জামিন মঞ্জুর করেন। ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৪ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় মাদকসেবীরা জাহিদ মিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার শিমুলিয়া এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী জাহিদ মিয়া জানান, শিমুলিয়া এলাকার সোহাগ ও ইমরান দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। এছাড়া ব্যবসায়ী জাহিদ মিয়ার বাড়ির পাশে বসে মাদকদ্রব্য সেবন করত তারা। মাদক সেবনে বাধা দিলে মাদক সেবনকারীরা জাহিদ মিয়াকে প্রাণনাশের হুমকি-ধমকি প্রদান করে। এর জের ধরেই বুধবার ভোরে অভিযুক্ত সোহাগ, ইমরানসহ মাদক সেবনকারীরা জাহিদ মিয়ার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। ফেনসিডিলসহ আটক এক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনি উপজেলার প্রতাপনগর থেকে ভ্যানভর্তি ৬শ’ ৪০ বোতল ফেনসিডিলসহ এক ভ্যান চালককে জনগণ আটক করে পুলিশে দিয়েছে । মঙ্গলবার রাতে প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর খেয়াঘাটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ভ্যান চালকের নাম সাদ্দাম গাজি। তিনি প্রতাপনগর গ্রামের রফিকুল গাজীর ছেলে। জানা যায়, ভারতীয় সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে খুলনার কয়রা উপজেলায় পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা কল্যাণপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ভ্যান ভর্তি পাঁচটি বস্তা থেকে ৬শ’ ৪০ বোতল ফেনসিডিল জব্দ করে। বজ্রপাতে নিহত এক নিজস্ব সংবাদদাতা,সীতাকু-, চট্টগ্রাম, ২৪ আগস্ট ॥ সীতাকু-ে বজ্রপাতে আবু তাহের (৫০) নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার বাড়বকু- ইউনিয়নের মান্দারীটোলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহেরের বাড়ি সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের কুচিয়া মোড়া এলাকায়। মারবেল সিগারেট জব্দ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-১৭ বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার প্যাকেট মিয়ানমারের মারবেল সিগারেট জব্দ করেছেন। চোরাচালানিরা তুমব্রু সীমান্ত দিয়ে এসব অবৈধ সিগারেট দেশে এনে অন্যত্র নিয়ে যাচ্ছিল। বুধবার ভোরে ঘুমধুম বিওপির বিজিবি জওয়ানরা স্থানীয় কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন স্থানে এ অভিযান চালান।
×