ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ আগস্ট ২০১৬

জঙ্গীবিরোধী মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৪ আগস্ট ॥ জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ- এই আহ্বানে বুধবার রাঙ্গামাটি শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে সংবাদকর্মীরা। রাঙ্গামাটি প্রেসক্লাবের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে গণমাধ্যম কর্মীদের সকল সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল সভাপতিত্ব করেন। হবিগঞ্জ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের অঙ্গীকার নিয়ে বিশাল সমাবেশ করেছে পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে শহরতলীর ধুলিয়াখালের পুলিশ লাইনের হলরুমে জেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যকরী ও প্রতি উপজেলা- ইউনিয়ন কমিটির কার্যকরী সদস্যদের নিয়ে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন এডিশনাল আইজিপি (এডমিন এ্যান্ড অপস্) মোখলেসুর রহমান বিপিএম (বার)। ভোলা নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, জঙ্গীবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে ভোলা সদরের ৪৪টি মাদ্রাসার ছাত্র-শিক্ষক অংশ নেয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি করিমজান মহিলা কালেম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক সভাপতিত্ব করেন। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নের বাজে চিথুলিয়া চরে বুধবার সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন। গাইবান্ধা ও রংপুর বিভাগীয় কমিনিউটি পুলিশিং ফোরামের আহ্বায়ক এম আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পুলিশ সুপার আশরাফুল ইসলাম, অতিরিক্তি পুলিশ সুপার আশফিকুজ্জামান আকতার জামান। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বুধবার বিশাল সমাবেশ করেছে সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদ। পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। নারায়ণগঞ্জ নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁও উপজেলার কাঁচপুরের সেনপাড়া এলাকায় বুধবার দুপুরে স্থানী পুলিশ প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মইনুল হক। সোনারগাঁও থানার ওসি এসএম মঞ্জুর কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (সার্কেল-খ) ফোরকান শিকদার প্রমুখ।
×