ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জমি দখল

বরিশালে এমপিসহ ১০ জনকে কারণ দর্শানোর নোটিস

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ আগস্ট ২০১৬

বরিশালে এমপিসহ ১০ জনকে কারণ দর্শানোর নোটিস

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগারের জমি দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। এ অভিযোগে স্থানীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ নাথ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ ১০ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগারের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন সাগর বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বরিশালের সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিন শেষ কার্যদিবসে শুনানি শেষে আদালতের বিচারক ইসরাত জাহান তামান্না বিবাদীর মধ্যে বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ১০ জনকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই জমিতে আদালত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, ১৯৮৯ সালের ২০ ফেব্রুয়ারি মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় জমি বরাদ্দ নিয়ে সেখানে সেমিপাকা ঘর নির্মাণ করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগার প্রতিষ্ঠা করেন একই এলাকার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সাগর। সম্প্রতি ওই জমি দখলের পাঁয়তারা শুরু করেন স্থানীয় এমপি পংকজ নাথ। এতে বাদী আপত্তি জানালে এমপি স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের সহায়তায় চলতি মাসের শুরুতে সেখানে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন। বাদী অভিযোগ করেন, এডিবির টাকায় সম্পূর্ণ বেআইনীভাবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগারের নামে বরাদ্দ নেয়া জমিতে প্ল্যানবহির্ভূত বহুতল ভবন নির্মাণর কাজ শুরু করেন এমপি পংকজ নাথ। ড. আবু ইউসুফ আবদুল্লাহ উপাচার্য নর্দান ভার্সিটি, খুলনা রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য পদে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ আবদুল্লাহকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। প্রফেসর ইউসুফ আবদুল্লাহ আন্তর্জাতিক বাণিজ্যের একজন খ্যাতিমান গবেষক ও শিক্ষক। দেশ-বিদেশে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক স্বীকৃত গবেষণা জার্নালে ২৫টিরও অধিক প্রকাশনা রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ৪টি গ্রন্থের প্রণেতা। -বিজ্ঞপ্তি। প্রাক্তন ছাত্র সমিতির কমিটি গঠন পদ্মলোচন স্কুল ইঞ্জিনিয়ার শাহজাহান ভূঁইয়াকে সভাপতি ও মইনুল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে নরসিংদীর পলাশের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কার্তিক চ্যাটার্জীর জিনারদীর বাসভবনে এক পুনর্মিলনী সভায় ৫১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। -বিজ্ঞপ্তি
×