ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফসানা হত্যার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ আগস্ট ২০১৬

আফসানা হত্যার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ আগস্ট ॥ আফসানা ফেরদৌসের মৃত্য্যুর ঘটনায় আপোসের প্রস্তাব দিয়ে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রবিনের পক্ষ থেকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আফসানার বড় ভাই ফজলে রাব্বি । ছাত্র ইউনিয়ন কর্মী আফসানার বড় ভাই ফজলে রাব্বি বুধবার জানান, তার বোন খুন হওয়ার পর থেকে রবিনের বন্ধুরা আমাকে প্রতিনিয়ত ফোন করে হুমকি দিচ্ছে। তারা আপোসের প্রস্তাব দিচ্ছে। আপোস না করলে আমাদের সমস্যা হবে এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য চাপ দিচ্ছে। এতেই পরিষ্কার যে আফসানা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে জানান ফজলে রাব্বি। ঢাকার মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ঠাকুরগাঁওয়ের মেয়ে আফসানাকে অচেতন অবস্থায় ১৩ আগস্ট রাতে ঢাকা পল্লবীর আল হেলাল হাসপাতালে ফেলে যায় দুই তরুণ। তাকে মৃত অবস্থায় সেখানে নেয়া হয়েছিল বলে হাসপাতালের চিকিৎসকরা বলেছেন। আফসানা আত্মহত্যা করেছেন বলে ‘ধারণার’ কথা রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। এ ব্যাপারে আফসানা ফেরদৌসকে হত্যা করা হয়েছে বলে আবারও দাবি করেছেন তার মা সৈয়দা ইয়াসমিন বলেছেন, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ময়নাতদন্তের সাজানো প্রতিবেদন দেয়া হয়েছে। সৈয়দা ইয়াসমিন বলেন, আফসানা ফাঁস দিয়ে আত্মহত্যা করলে গলায় দাগ হওয়ার কথা ছিল, কিন্তু তার গলার দাগটি একেবারে ভিন্ন। এতে পরিষ্কার যে আফসানা আত্মহত্যা করেনি। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অথচ ময়নাতদন্ত প্রতিবেদনে আফসানাকে শ্বাসরোধ করে হত্যা নয়, আত্মহত্যা দেখানো হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। তিন লাশ উদ্ধার জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুর ও দাউদকান্দিতে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। গাজীপুর ॥ গাজীপুরে পৃথক ঘটনায় ব্যাটারি চালিত এক অটোরিক্সা চালক ও পরিত্যক্ত সুটকেস থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালীর কলাবাগান এলাকায় বাবা-মা, ভাইবোনের সঙ্গে ভাড়া বাসায় থাকেন জসিম মিয়া (১৯)। মঙ্গলবার রিক্সা নিয়ে বের হওয়ার পর রাতে আর বাসায় ফিরেনি। গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি মোবাইলে ফোন দিয়ে অচেতন অবস্থায় বিলের পাশে পড়ে থাকা জসিমকে উদ্ধার করে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে ফোন বন্ধ করে দেয়। এদিকে,গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত স্যুটকেস থেকে এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাহিরচাপড়া রাজুরবাজার এলাকার মোঃ মাসুদের স্ত্রী। দাউদকান্দি ॥ দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের কালাডুমুর নদীর পার থেকে মনিরুল ইসলাম পিন্টু(৪০) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওলানপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। বুধবার সকালে গৌরীপুর ফাঁড়ির পুলিশ নিহতের লাশ উদ্ধার ময়নাতন্তের জন্য কুমিল্লা মেড্যিাকল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
×