ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ আগস্ট ২০১৬

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ আগস্ট ॥ লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ৪জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ ৬ জনের মধ্যে মহরকয়া গ্রামের নচিমুদ্দিনের ছেলে জামরুল ইসলাম জীবিত অবস্থায় ফিরে এসেছে। নিখোঁজ সকলের মরদেহ উদ্ধার হওয়ায় বেলা তিনটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে তারা। উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থল বিলমারিয়া থেকে ৮কিলোমিটার দূরে লক্ষ্মীপুর বালুর ঘাট এলাকা থেকে নিখোঁজ জামাল হোসেন, আরজেদ আলী, চান্দের আলী এবং ভাসান আলীর লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বেলাল হোসেনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লালপুর উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া ঘাট থেকে প্রায় অর্ধশত কৃষি শ্রমিক নিয়ে একটি নৌকা পলাশীর চরে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত যাত্রীর কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পদ্মা নদীতে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অভিযানে বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর বালুরঘাট এলাকা থেকে চকবাদকৈইয়া গ্রামের লালচাদ আলীর ছেলে জামাল হোসেন, বেলা ১২টায় মহরকয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে আরজেদ আলী, দুপুর আড়াইটার দিকে মৃত রহমান আলীর ছেলে চান্দের আলী এবং বেলা ৩টার দিকে মহরকয়া গ্রামের তালুকদারের ছেলে ভাসান আলীর মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহী ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার ওমর ফারুক জানান, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে মোট ৪জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ ৬ জনের মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো। তবে একজন জীবিত অবস্থায় ফিরে আসায় নিখোঁজ আর না থাকায় উদ্ধার অভিযান বেলা ৩টার দিকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার পালিত হলো ইয়াসমিন ট্র্যাজেডির ২১তম বর্ষপূর্তি। নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে আয়োজন করা হয় নানা কর্মসূচী। ১৯৯৫ সালের ২৪ আগস্ট ধর্ষিত ও নিহত কিশোরী ইয়াসমিন স্মরণে বুধবার পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। দিবসটি পালন উপলক্ষে ইয়াসমিনের পরিবারসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। নিহত ইয়াসমিনের মা শরিফা খাতুন গোলাপবাগের বাসায় কোরানখানি, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা বুধবার সকাল ১১টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের দশ মাইল মোড়ে মানববন্ধনের আয়োজন করে। জেলা শাখার সভাপতি কানিজ রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন আহাম্মেদ, দশ মাইল ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কাজী হারেজ, মহিলা পরিষদের মাহাবুবা খাতুন প্রমুখ। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, বুধবার গাইবান্ধা শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। স্থানীয় শহীদ মিনার চত্বরে অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক আহসানুল হক হাবীব সাঈদ, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস প্রমুখ।
×