ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেল মেঘনা ইকোনমিক জোন

প্রকাশিত: ০৬:২৯, ২৫ আগস্ট ২০১৬

অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেল মেঘনা ইকোনমিক জোন

দেশে প্রথম ব্যক্তি মালিকানাধীন অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা ইকোনমিক জোন। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কার্যালয়ে এ লাইসেন্স প্রধান করা হয়। ঢাকার অদূরে নারায়ণগঞ্জে প্রায় ২৪৫ একর জমিতে প্রতিষ্ঠিত হবে মেঘনা ইকোনমিক জোন। বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যেই সীমানা প্রাচীরসহ মাটি ভরাটের কাজ শেষ হয়েছে বলে এ সময় জানানো হয়। এছাড়াও চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৬শ’ কোটি টাকা ব্যয়ে মেঘনা পেপার মিল ও ২শ’ কোটি টাকা ব্যয়ে মেঘনা এডিবল অয়েলস লিমিটেডের পরীক্ষামূলক উৎপাদন শুরু করা সম্ভব হবে বলেও জানানো হয়। এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং মেঘনা গ্রুপের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার ব্রেক্সিটের পর ইউরোপে কর্মসংস্থানের প্রতি জোর ব্রেক্সিটের পর ইউরোপের অর্থনীতিকে ভবিষ্যতের জন্য স্থিতিশীল করতে এ মুহূর্তে অভ্যন্তরীণ-বাহ্যিক নিরাপত্তা, উন্নত শিল্পায়ন নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিতে হবে বলে মনে মন্তব্য করেছেন ইউরোপের বিভিন্ন দেশের নীতিনির্ধারকরা। ইতালিতে অনুষ্ঠিত দেশটির বিমানবাহিনীর আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি বলেন, ইউরোপে এখন বৃহৎ এবং উন্নত শিল্পায়ন জরুরী। ব্যবসায় ধস, অভিবাসী সঙ্কট, সব মিলিয়ে এখন বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি, যেখানে ব্রেক্সিটের স্বকীয় কোন প্রভাব নেই। অনুষ্ঠানে এক বক্তব্যে জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল বলেন, বর্তমানে ইউরোপের সব খাতই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তাই জোর দিতে হবে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেন, অর্থনীতি যতটাই বিপর্যস্ত হোক, দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করে সন্ত্রাসবাদ মোকাবেলাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এ মুহূর্তে। -অর্থনৈতিক রিপোর্টার
×