ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ মাসুদের যোগদান

প্রকাশিত: ০৬:২৯, ২৫ আগস্ট ২০১৬

সোনালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ মাসুদের যোগদান

ওবায়েদ উল্লাহ আল মাসুদ দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড-এর চীফ এক্সিকিউটিভ অফিসার এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর পদে বুধবার যোগদান করেছেন। সম্প্রতি অর্র্থ মন্ত্রণালয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে সোনালী ব্যাংকের সিইও এ্যান্ড এমডি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তিনি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। ওবায়েদ উল্লাহ আল মাসুদ অগ্রণী ব্যাংক লিমিটেড-এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। -বিজ্ঞপ্তি পরিসংখ্যান ব্যুরোর শোক দিবসের আলোচনা স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন স্বপ্নচারী মানুষ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকেই তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু আমাদের জন্য যে দেশ রেখে গেছেন সেটি আরও উন্নত করতে হবে। এজন্য সরকারকে যথাসময়ে সঠিক পরিসংখ্যান সরবরাহ করতে বিবিএসকে আরও সচেষ্ট হতে হবে। বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত কোরান খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বুধবার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক। আব্দুল হান্নান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্প্রতি প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালক আব্দুল হান্নানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন। তিনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। আব্দুল হান্নান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচে সহকারী কমিশনার হিসেবে পঞ্চগড় জেলায় কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। উপসচিব হিসেবে পদোন্নতির পর তিনি তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন।
×