ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন গবেষণার তথ্য

টাকাওয়ালা বিনিয়োগকারীরা আরও টাকার মালিক হচ্ছেন

প্রকাশিত: ০৬:২৮, ২৫ আগস্ট ২০১৬

টাকাওয়ালা বিনিয়োগকারীরা আরও টাকার মালিক হচ্ছেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টাকায় টাকা আনে কথাটা কি শুধু ধনী বিনিয়োগকারীদের বেলাতেই প্রযোজ্য? মনে হয় তাই। নইলে বিনিয়োগের দৌড়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শুধু লোকসান গুনছেন কেন? প্রশ্নটির সমাধান না দিয়েই মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ক্ষুদ্র বিনিয়োগকারীদের দুর্ভাগ্যের খবর জানিয়েছে। খবরে বলা হয়, সাম্প্রতিক এক তথ্যে দেখা যাচ্ছে টাকাওয়ালা বিনিয়োগকারীরা আরও টাকার মালিক হচ্ছেন। কিন্তু সেই অনুপাতে টাকা আসছে না ক্ষুদ্র বিনিয়োগকারীর পকেটে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এবং পারফরমেন্স পরিমাপক এ্যাপ ওপেনফোলিও সম্প্রতি এ রকম তথ্য জানিয়েছে। এ্যাপটি ব্যবহার করেন এমন বিনিয়োগকারীদের ওপর বিশ্লেষণ চালিয়ে দেখা গেছে, যাদের বড়মাপের বিনিয়োগ আছে তারা বেশি লাভ ঘরে তুলতে পেরেছেন। শীর্ষ ১ শতাংশ ধনী বিনিয়োগকারী গত ১২ মাসে ৩ দশমিক ৭৩ শতাংশ লাভ করেছেন। অন্যদিকে নিচের দিকের ১ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী লোকসান করেছেন ৩ দশমিক ৩২ শতাংশ। বিশ্লেষণে দেখা গেছে, ধনী বিনিয়োগকারীরা ফোর্ড অথবা ব্যাংক অব আমেরিকার মতো লাভজনক কোম্পানিতে পুরো টাকা বিনিয়োগ করেন না। ফলে লাভ হলেও অনেক, ক্ষতি হলেও অনেক এমন হয় না। কারণ ধনী বিনিয়োগকারীরা বেশি ঝুঁকি নিতে পারলেও তা করেন না। তারা অনেকগুলো কোম্পানির শেয়ারে অল্প অল্প বিনিয়োগের ওপর নির্ভর করেন। শীর্ষ ৫ শতাংশ ধনী বিনিয়োগকারীদের মধ্যে ৪০ শতাংশের কম ব্যক্তির বিনিয়োগ একটি মাত্র কোম্পানিতে লগ্নি করা আছে। অর্থাৎ বিনিয়োগে তারা ১৫ শতাংশ ঝুঁকি নিতে প্রস্তুত। অন্যদিকে নিচের দিক থেকে ৫ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীর ৭০ শতাংশই একটি মাত্র কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। এর ফলে তারা ৩৩ শতাংশ বিনিয়োগ-ঝুঁকির মধ্যে পড়েন। বিশ্লেষণে দেখা যায়, ধনী বিনিয়োগকারীরা তাদের সব বিনিয়োগ একটি কোম্পানিতে করেন না। অন্যদিকে ব্যাপক লাভজনক মনে করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একটি কোম্পানিতে বিনিয়োগ করেন এবং ক্ষেত্রবিশেষে ধরা খান। বিনিয়োগের ক্ষেত্রে অতি সাধারণ এই নিয়মটি লোভে পড়ে ভুলে যান ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ওপেনফোলিওর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ম্যাক্সওয়েল লেন বলেন, আসলে ধনীরা যে কৌশল নেন তা ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিতে পারেন না তা নয়। পুঁজিবাজারের জন্য সহায়ক এ্যাপ ওপেনফোলিওর প্রায় ৭০ হাজার ব্যবহারকারী আছেন। এরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্রোকারেজ হাউজ এবং রিটায়ারমেন্ট এ্যাকাউন্টের সঙ্গে জড়িত। অ্যাপটি বিনিয়োগকারীদের পোর্টফোলিও পারফরমেন্স এবং বিনিয়োগ সিদ্ধান্তের ভাল-খারাপ দিকগুলো যাচাই করে। সিএনএন জানিয়েছে, একক কোম্পানির শেয়ার কিনলে অনেক লাভের মুখ দেখা সম্ভব। কিন্তু তা নির্ভর করে কিছু বড় ঘটনার ওপর। তবে এমন ঘটনা তো আর হরহামেশা ঘটে না। ম্যাক্সওয়েল লেন বলেন, একক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে গিয়ে আপনি যদি ভুল কোম্পানি বেছে নেন তাহলে আপনার মূলধনের ওপর নাটকীয় প্রভাব পড়বে। এই ঝুঁকি মাথায় রেখেই বিনিয়োগ করা উচিত।
×