ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিউইয়র্ক স্টেট বিএনপির চতুর্থ কমিটি

প্রকাশিত: ০৬:২৬, ২৫ আগস্ট ২০১৬

নিউইয়র্ক স্টেট বিএনপির চতুর্থ কমিটি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ঐক্যের নামে নিউইয়র্ক স্টেট বিএনপির আরেক দফা ভাঙ্গন হলো। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে পারভেজ সাজ্জাদ ও মতিউর রহমান লিটুর নেতৃত্বে চতুর্থ কমিটির ঘোষণা এলো। এর আগে আরও তিনটি কমিটির ঘোষণা হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে আড়াই বছর আগে। এরপরই নিউইয়র্কে বিএনপি পরিবারের লোকজন ৫ খ-ে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচী শুরু করেছেন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন নর্দার্ন বুলেভার্ডে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা ও দলীয় ঐক্য রক্ষার স্বার্থে তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে ‘নিউইয়র্ক স্টেট বিএনপি’র কমিটি গঠন করতে বাধ্য হয়েছি। মঙ্গলবার নিউইয়র্ক স্টেট বিএনপির ১০১ সদেস্যর নবনির্বাচিত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হলো। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া উত্তর কোরিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের দিকে ৫০০ কিলোমিটার (৩১১ মাইল) পথ অতিক্রম করেছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন এই দেশটির প্রযুক্তিগত সক্ষমতার উন্নতি প্রদর্শিত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার প্রতি অবজ্ঞা দেখিয়ে উত্তর কোরিয়া সম্প্রতি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলছে। খবর ওয়েবসাইটের। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে উপকূলীয় শহর সিনপোতে এ পরীক্ষা চালানো হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে সিনপোতে একটি সাবমেরিন ঘাঁটি রয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ উদ্যোগে দু’দিন আগে বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। মহড়ার আগে উত্তর কোরিয়া এর নিন্দা জানিয়েছিল।
×