ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলারির আরও ১৫ হাজার ই-মেইল প্রকাশ করা হবে

প্রকাশিত: ০৬:২৫, ২৫ আগস্ট ২০১৬

হিলারির আরও ১৫ হাজার ই-মেইল প্রকাশ করা হবে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল সার্ভার ব্যবহার নিয়ে সৃষ্ট বিরোধ তার প্রচার অভিযানের অবশিষ্ট সময়ের জন্য তাকে তাড়িয়ে বেড়াবে বলেই মনে হয়। কারণ সোমবার জানা যায় যে, এফবিআই তার বিষয়ে তদন্ত করতে গিয়ে প্রায় ১৫ হাজার নতুন ই-মেইল সংগ্রহ করেছে এবং পররাষ্ট্র দফতর দলিলপত্র প্রকাশ ত্বরান্বিত করুক বলে এক ফেডারেল জজ নির্দেশ দিয়েছেন। খবর ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমসের। এর ফলে হিলারি গত বছর পররাষ্ট্র দফতরের কাছে স্বেচ্ছায় হস্তান্তর করেননি এমন হাজার হাজার ই-মেইল নবেম্বরে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে প্রকাশ করা হতে পারে। ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেমস ই বোয়াসবার্গ যেদিন ঐ নির্দেশ দেন সেদিনই রক্ষণশীল পর্যবেক্ষণ গ্রুপ হিলারির অন্যতম ঘনিষ্ঠতম সহকারী হুমা আবেদিনের কাছ থেকে সংগৃহীত কয়েকশ’ ই-মেইল পৃথকভাবে প্রকাশ করেন। এর ফলে ক্লিনটন ফাউন্ডেশন ও পররাষ্ট্র দফতরের মধ্যকার কোন কোন সময়ের বিব্রতকর সম্পর্কের দিকে নতুন করে দৃষ্টি পড়েছে। এফবিআই হিলারির সার্ভার ও তার সঙ্গে যোগাযোগ ছিল এমন সরকারী কর্মকর্তাদের কম্পিউটার আর্কাইভ খুঁজে প্রায় ১৪ হাজার ৯শ’ ই-মেইল পেয়েছেন। জুলাইয়ের শেষ দিকে সংস্থাটি সেগুলো পররাষ্ট্র দফতরের হাতে তুলে দেয়। দফতরকে এখন অবশ্যই জজ বোয়াসবার্গের নির্দেশ মোতাবেক সেগুলো প্রকাশের সময়সীমা ঠিক করতে হবে। এসব ই-মেইল গত বছর পররাষ্ট্র দফতরের কাছে হিলারির আইনজীবীদের হস্তান্তর করা ৫৫ হাজার পৃষ্ঠার মূল ই-মেইলগুলোর অংশ নেয়। তবে এফবিআই ডিরেক্টর জেমস বি. কোমি জুলাই মাসে বলেন, সেগুলো ইচ্ছাকৃতভাবে ‘ডিলিট’ করা হয়েছিল বলে তিনি মনে করেন না। তবুও হিলারি কয়েক বছর পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় গোপনীয় তথ্য নিয়ে যেভাবে নাড়াচাড়া করেন, কোমি সেটিকে ‘চরম যত্নহীনতা’ বলে অভিহিত করেন। সম্ভাব্য সময়সূচী অনুযায়ী, বেশি তাড়াতাড়ি বলে অক্টোবরে নতুন ই-মেইলগুলো প্রকাশ করা হবে। হিলারি যত্নহীনভাবে গোপনীয় তথ্য চালনা করেছিলেন বলে কোমি সিদ্ধান্তে পৌঁছলেও এফবিআই হিরারির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করবে না বলে কোমি গত মাসে জানিয়ে দেন। এতে ই-মেইলগুলো হিলারির প্রচার অভিযানের প্রতি যে হুমকির সৃষ্টি করেছিল, তা শেষ পর্যন্ত প্রশমিত হয়েছে বলে মনে হয়। কিন্তু হিলারির সার্ভারের আরও ই-মেইল প্রকাশের সম্ভাবনা ইস্যুটি এত সহজে শেষ হবে না বলেই আভাস দিচ্ছে।
×