ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিরোজ মৃধা

পারস্পরিক বিশ্বাস

প্রকাশিত: ০৬:২৪, ২৫ আগস্ট ২০১৬

পারস্পরিক বিশ্বাস

বাংলাদেশ-প্রকৃতি যেখানে তার রূপ দিয়ে সাজিয়েছে অকৃত্রিম সবুজের সমারোহে, এমন মায়াময় দেশের সংস্কৃতি মানুষকে কোমল ও ভালবাসায় পরিপূর্ণতায় ভরে দেয়। এজন্য আমরা আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও দেশকে নিয়ে গর্বিত। প্রত্যেক দেশের নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি আছে, যারা এর চর্চা বেশি করে তারাই চিন্তা চেতনায় অন্যদের চেয়ে এগিয়ে থাকে। বাংলাদেশ- যেখানে সকল ধর্মের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যুগ যুগ ধরে একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে। সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে ওঠার জন্য দরকার সুস্থ সংস্কৃতিচর্চা ও সামাজিক বন্ধন। আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে দেখি প্রকৃতির উদার বদান্যতায় বাংলাদেশের রয়েছে সংস্কৃতির সমৃদ্ধ ভা-ার। বাংলাদেশে সবাই সবার সঙ্গে মিলে বিভিন্ন উৎসবে আনন্দ ভাগাভাগি করে উৎসবকে রাঙিয়ে তোলে। একে অন্যের সুখে দুঃখে ঝাঁপিয়ে পড়ার মানসিকতায় বাঙালীদের তুলনা নেই। মরমী বাউল আব্দুল করিমের গানে আমাদের অতীত ঐতিহ্যের সামাজিক বন্ধনের বর্ণনা পাই। শুধু ধর্মনিরপেক্ষতা নয়, সহনশীলতা ও সহভাগিতার জন্য আমাদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আমরা যদি ১৯৭১ সালের কথা চিন্তা করি তাহলে দেখব হাজার হাজার হিন্দু পরিবার বিশেষ করে নারীরা মুসলিমদের ঘরে আশ্রয় নিয়েছিল জীবন ও সম্ভ্রম বাঁচানোর জন্য। মুসলমানরা নিজেদের জীবন বিপন্ন হবে জেনেও তাদের আশ্রয় দিয়েছিলেন মানবিকতা ও সমমর্মিতার জন্য। কিছু মৌলবাদী উগ্রপন্থী সন্ত্রাসীর কারণে আজ আমাদের সহমর্মিতা ও সংস্কৃতি হুমকির মুখে। পাকিস্তানী হিংস্র দানবের হাত থেকে প্রাণের বিনিময়ে ছিনিয়ে এনেছি এই দেশ কিন্তু আজও তাদের এদেশীয় দোসররা আমাদের ঐতিহ্যকেই ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। তারা আমাদের ধর্মনিরপেক্ষ সংস্কৃতিকে নিঃশেষ করার চক্রান্ত করছে। ধোবাউড়া, ময়মনসিংহ থেকে
×