ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেলিটক ও রূপালী ব্যাংক শিওরক্যাশ উপবৃত্তির টাকা পৌঁছে দেবে

প্রকাশিত: ০৬:২১, ২৫ আগস্ট ২০১৬

 টেলিটক ও রূপালী ব্যাংক শিওরক্যাশ উপবৃত্তির টাকা পৌঁছে দেবে

স্টাফ রিপোর্টার ॥ টেলিটক এবং রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সারাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ে শিশুর মায়েদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে এবং টেলিটক মায়েদের বিনামূল্যে মোবাইল সিমও প্রদান করবে। এ লক্ষ্যে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং রূপালী ব্যাংক একটি সমঝোতা স্মারক সই করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন খালিদ, রূপালী ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন আহমেদ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খানসহ দুই মন্ত্রণালয়, টেলিটক এবং রূপালী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, চুক্তির ফলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ হাতে পাবেন। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ১০০ টাকা করে এবং প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাসিক ৫০ টাকা করে উপবৃত্তি দেয়া হচ্ছে। বিমানবাহিনীর কর্মকর্তা পদোন্নতি পর্ষদ অনুষ্ঠিত বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা পদোন্নতি পর্ষদ-২০১৬ গত ২৩ হতে ২৪ আগস্ট ২০১৬ পর্যন্ত বিমানবাহিনী সদর দফতরে অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার উক্ত পর্ষদের সভাপতিত্ব করেন। পর্ষদে স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার এবং উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন পদে যোগ্য প্রার্থীদের পদোন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। শেষ হলো আন্তর্জাতিক সেমিনার ॥ আইসিডিডিআরবি’র এবং আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির (এএফআইপি) যৌথ উদ্যোগে জৈব নিরাপত্তা, জৈব সন্ত্রাসবাদ ও জৈব প্রতিরক্ষার ওপর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও ওয়ার্কশপ বুধবার ঢাকা সেনানিবাসের এএফআইপি অডিটরিয়ামে শেষ হয়েছে। -আইএসপিআর।
×