ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিযবুত সন্দেহে ঢাবি ছাত্র আটক

প্রকাশিত: ০৬:২০, ২৫ আগস্ট ২০১৬

হিযবুত সন্দেহে ঢাবি ছাত্র আটক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুলতান আহমেদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে তাকে আটক করা হয়। সুলতান আহমেদ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চাঁদপুরে। জানা যায়, বুধবার সকালে ৪-৫ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রবেশ করে শিক্ষার্থীদের উদ্দেশে ইসলাম সম্পর্কে বক্তব্য দিতে শুরু করে। এরপর শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে বাকিরা পালিয়ে গেলেও সুলতান আহমেদকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুপুর ১টার দিকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডক্টর এম আমজাদ আলী। পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা স্টাফ রিপোর্টার ॥ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেয়ায় চট্টগ্রাম রেঞ্জের পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রী পুষ্প সৌরভীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর রমনা থানায় এ দু’জনের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের করা হয় বলে দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। মামলার বাদী সিরাজুল হক জানান, পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিস দেয়ার পরও নির্ধারিত সময়ে কমিশনে দাখিল না করায় তাদের বিরুদ্ধে ২৩ আগস্ট পৃথক দু’টি নন সাবমিশন মামলা দায়ের করা হয়েছে। চলতি বছরের শুরুতে তাদের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং অনুসন্ধানে পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়। এজন্য কমিশন থেকে তাদের নামে সম্পদ বিবরণী নোটিস প্রেরণ করে দুদকের অনুসন্ধান কর্মকর্তা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক শেষ পর্যন্ত আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় মামলা দু’টি দায়ের করা হয় বলে তিনি জানান।
×