ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডেসটিনির ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ০৬:২০, ২৫ আগস্ট ২০১৬

ডেসটিনির ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

কোর্ট রিপোর্টার ॥ ডেসটিনির অর্থ পাচারের দুই মামলায় প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমীনসহ ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিদের মধ্যে পলাতক ৪৬ জনের নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠন ও পরোয়ানার এই আদেশ দেন। প্রায় চার হাজার ১১৯ কোটি টাকা পাচারের দুটি মামলায় ২০১৪ সালের ৪ মে আদালতে চার্জশীট দাখিল করে দুদক। চার্জশীটে ডেসটিনির এমডি মোঃ রফিকুল আমীনসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয়। আসামিদের মধ্যে এমডি মোঃ রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লে. কর্নেল (অব.) মোঃ দিদারুল আলম ও মোঃ জিয়াউল হক মোল্লা কারাগারে আছেন এবং পলাতকদের মধ্যে সাঈদুল ইসলাম খান (রুবেল) সম্প্রতি বরিশাল গ্রেফতার হয়েছেন। আর একমাত্র আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন। মামলাটির পলাতক আসামিরা হলেন, ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মোঃ আকবর হোসেন সুমন, মোঃ সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার প্রমুখ। সেনাকল্যাণ সংস্থা ও আল বাওয়ানি গ্রুপ যৌথভাবে কাজ করবে সৌদিতে শ্রমিক যাবে ৫ লাখ সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান ও সৌদি আরবের আল বাওয়ানি গ্রুপের মহাব্যবস্থাপক ফখর আল সাওয়াফের মধ্যে মঙ্গলবার সেনাকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে সৌদি আরবে নির্মাণ শিল্পে কাজ করার বিষয়ে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটির বিস্তারিত ব্যাখ্যা প্রতিস্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরকালে সৌদি সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণীর ৫ লাখ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করে। এরই ফলপ্রেক্ষিতে ৫ জুন নির্মাণ শিল্পে প্রকৌশলী, স্থাপত্যবিদসহ দক্ষ জনশক্তি সরবরাহ বিষয়ে সৌদি আরবের আল বাওয়ানি গ্রুপ ও সেনাকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে নির্মাণ শিল্পে কাজ করার একটি সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ ও বাওয়ানি গ্রুপের মহাব্যবস্থাপক ফখর আল সাওয়াফ সমঝোতা স্মারকে সই করেন। -আইএসপিআর
×