ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবি ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ২৫ আগস্ট

প্রকাশিত: ০৬:১৯, ২৫ আগস্ট ২০১৬

জবি ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ২৫ আগস্ট

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৫ আগস্ট দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। শিক্ষার্থীরা ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এই আবেদন অনলাইনে করতে পারবে। তবে বিকাশ, শিওর ক্যাশ ও বিবিবিএল মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে তারা সকল চার্জ পরিশোধ করতে পারবেন। এবার ৫টি ইউনিটে ২৭৬৫টি আসনের বিপরীতে ২৩ সেপ্টেম্বর ‘বি’ ২৪ সেপ্টেম্বর ‘ই’ এবং ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময় বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। শাহাদাত দম্পতি নির্যাতন করেনি গৃহকর্মীর সাক্ষ্য কোর্ট রিপোর্টার ॥ ক্রিকেটার কাজী শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য দম্পতি কোন প্রকার নির্যাতন করেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছে তাদের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপী। বুধবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হ্যাপী অভিযোগ অস্বীকার করে এ সাক্ষ্য দেয়। হ্যাপী জানায়, ‘আমি ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করতাম। সাত মাস কাজ করেছিলাম। কাজ করতে ভাল লাগত না। এজন্য শাহাদাতের স্ত্রী বকাঝকা করত। দুর্ঘটনায় আমার পা ভেঙ্গে যায়। এ জন্য চিকিৎসা নেই। আসামিরা আমাকে কোনরকম খুন্তির ছ্যাঁকা দেননি। আগে মানুষের পরামর্শে এ মামলা করি। আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে নাই। আমি ম্যাজিস্ট্রেট ও ডাক্তারের কাছে কিছু বলেছি কিনা, আমার খেয়াল নেই।‘
×