ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে গরুর শিংয়ে জ্বলছে আলো

প্রকাশিত: ০৬:০৭, ২৫ আগস্ট ২০১৬

ভারতে গরুর শিংয়ে জ্বলছে আলো

ভারতের মধ্যপ্রদেশ পুলিশ গরুর গাড়িতে আর গরুর শিংয়ে আলো লাগানোর ব্যবস্থা করেছে! তবে এই আলো জ্বলবে সামনে থেকে আসা গাড়ির আলো তার উপরে পড়লে। রাস্তার ধারে পথ নিরাপত্তার জন্য যে রকম রেডিয়াম স্টিকার লাগানো থাকে, সে রকম স্টিকার লাগানো হচ্ছে গরু-মহিষের শিংয়ে, আর গরুর গাড়ি, ট্র্যাক্টর প্রভৃতিতে। ভারতে প্রায়ই গরু-মহিষদের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি দুর্ঘটনা হচ্ছে। সেটা আটকাতেই এই অভিনব প্রয়াস, যাতে দূর থেকে গাড়ি চালকরা সাবধান হয়ে যেতে পারেন। তবে সব জায়গাতে সহজে গরুর শিং-এ যে রেডিয়াম স্টিকার লাগানো যাচ্ছে, তা নয়। বালাঘাট জেলার এক ট্র্যাফিক পুলিশকর্মী কৈলাস চৌহানকে উদ্ধৃত করে একটি সংবাদপত্র লিখেছে, স্টিকার লাগাতে গিয়ে গরুর শিং-এর গুঁতো খেতেও হচ্ছে পুলিশকর্মীদের! -বিবিসি
×