ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমার ভারত থাইল্যান্ডেও ভূমিকম্প

প্রকাশিত: ০৬:০০, ২৫ আগস্ট ২০১৬

মিয়ানমার ভারত থাইল্যান্ডেও ভূমিকম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার, ভারত ও থাইল্যান্ডে বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন নিহত ও বহু লোক আহত হয়েছে। খবর মিয়ানমার টাইমস, এএফপি ও বিবিসির। মিয়ানমারে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের রেশ দেশটির রাজধানী ইয়াঙ্গুনসহ থাইল্যান্ডের রাজধানী, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও অসমেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চাউক শহরের ২৫ কিলোমিটার পশ্চিমে। মিয়ানমারের সরকারী কর্মকর্তারা জানান, ভূমিকম্পের কারণে দেশটিতে চারজন হতাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাচীন নগরী বেগানের ৬৮টি মন্দির। বিবিসি জানায়, পাকুকু শহরে ভবন ধসে ২২ বছর বয়সী এক যুবক মারা গেছে। স্থানীয় সময় ৪টা ৫ মিনিট নাগাদ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান, জলপাইগুড়িসহ রাজ্যের প্রায় সব জেলা কেঁপে ওঠে। আতঙ্কে এদিন কলকাতা শহরের বহুতল ভবনগুলো থেকেই বহু মানুষ নিচে নেমে আসে। বন্ধ করে দেয়া হয় মেট্রো চলাচল। বিহার, অসমেও অনুভূত হয়েছে কম্পন। রাঁচি, শিলং, গুয়াহাটির মতো শহরগুলোতে জোরালো কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ইতালিতে নিহত ৭৩ ॥ এদিকে ইতালির মধ্যাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ এ দাঁড়িয়েছে। ভূমিকম্পে দেশটির একটি শহরের অর্ধেক পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। বেশ কিছু ভবন ধসে পড়ে লোকজন চাপা পড়ে আছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পার্বত্য এলাকার গ্রাম ও শহরগুলোতে এ ভূমিকম্প হওয়ায় উদ্ধার কাজ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।
×