ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম নিষিদ্ধ হচ্ছে

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ আগস্ট ২০১৬

জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম নিষিদ্ধ হচ্ছে

শংকর কুমার দে ॥ সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম। আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (এআইকিউএস) বাংলাদেশ শাখা বলে পরিচিতি দেয় আনসার আল ইসলাম। তবে আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন সংস্করণ আনসার আল ইসলাম বলে পুলিশের দাবি। গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলা ও অভিজিত, জুলহাজ মান্নান, মাহাবুব তনয়, নীলয়সহ বেশিরভাগ মুক্তমনা লেখক, ব্লগার, প্রকাশক, শিক্ষক ও ভিন্নমতাবলম্বীদের হত্যার দায় স্বীকার করেছে এ জঙ্গী সংগঠনটি। এ জঙ্গী সংগঠনটি ৩৪ জনের একটি হিটলিস্ট প্রকাশ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গী সংগঠনটি নিষিদ্ধ করার জন্য প্রতিবেদন জমা দিতে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে সরকার দেশের ছয়টি জঙ্গী সংগঠন নিষিদ্ধ করেছে। এই জঙ্গী সংগঠনটি নিষিদ্ধ করা হলে মোট সাতটি জঙ্গী সংগঠন নিষিদ্ধ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে জঙ্গী তৎপরতা ও উগ্র ইসলামী সংগঠন হিসেবে ছয়টি সংগঠন নিষিদ্ধ। নিষিদ্ধ জঙ্গী সংগঠনগুলো হচ্ছে- জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই-আল হিকমা, হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম। সর্বশেষ আনসার আল ইসলাম নামের জঙ্গী সংগঠনটি নিষিদ্ধ করার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে প্রতিবেদন তৈরি করে তা জমা দেয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, আনসারুল্লাহ বাংলা টিমেরই একটি অংশ আনসার আল ইসলাম। আনসার আল ইসলাম আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল কায়েদার মতাদর্শে সংগঠিত হচ্ছে। বিভিন্ন ঘটনার তদন্তে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সম্পৃক্ততা পেয়েছি। এরাই পরে নাম পরিবর্তন করে আনসার আল ইসলাম নামে সংগঠিত হয়েছে। আনসার আল ইসলাম সংগঠনকে নিষিদ্ধ করার জন্য প্রতিবেদন দাখিল করছি। আশা করছি এ সংগঠনকে নিষিদ্ধ করবে সরকার। এতে তাদের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়বে। এ জঙ্গী সংগঠনটি বিভিন্ন সময় ব্লগার, মুক্তমনা লেখকদের হত্যা করেছে। একই সঙ্গে তারা দায়ও স্বীকার করেছে। উত্তরবঙ্গ থেকে সংগঠিত হচ্ছে এ জঙ্গী সংগঠনটি। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মনিরুল ইসলাম।
×