ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে অস্ত্র মামলায় তিন জনের ১০ করে বছরের কারাদন্ড

প্রকাশিত: ০১:২৩, ২৪ আগস্ট ২০১৬

বাগেরহাটে অস্ত্র মামলায় তিন জনের ১০ করে বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।। বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ত্র মামলায় তিন আসামির ১০ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বাগেরহাট বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো: জাকির হোসেন বুধবার এ রায় দেন। আদালত মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেন। দন্ডপ্রাপ্তরা হলো, মোরেলগঞ্জের উত্তর বারুইখালী গ্রামের আব্দুর রহিম তালুকদারের ছেলে নয়ন তালুকদার, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের জামান আলী শেখের ছেলে আব্দুল হাকিম শেখ এবং একই জেলার রূপসা উপজেলার দেয়ারা গ্রামের মফিজুল ইসলামের ছেলে খান জাকির হোসেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে নয়ন তালুকদার ছাড়া অপর দুই আসামি পলাতক রয়েছে। মামলার বিবারণে জানা গেছে, মোরেলগঞ্জ থানা পুলিশ গত ২০১০ সালের ১১ আগস্ট উত্তর বারুইখালী গ্রামে নয়ন তালুদারের বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের সরঞ্জামসহ দন্ডপ্রাপ্ত তিন জনকে আটক করে। এ ঘটনায় এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চারজনকে আসামি করে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই বছর ২০ সেপ্টেম্বর বাগেরহাট ডিবি পুলিশের এসআই মো. আশ্রাব আলী তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
×