ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৪২ কোটি টাকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০০:১৭, ২৪ আগস্ট ২০১৬

৪২ কোটি টাকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচী ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার॥ বিশেষ প্রতিনিধি॥ কৃষি পুনর্বাসন ও প্রণোদনার আওতায় দেশের ৬৪ জেলার প্রায় ৪ লাখ ১৮ হাজার কৃষক বিনামুল্যে কৃষি উপকরণ পাচ্ছে। এ কৃষি উপকরণের মধ্যে রযেছে সার বীজ ও ধানের চারা। এতে সরকারের প্রায় ৪২ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে। কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচী ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কৃষি বান্ধব সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাড়াতেই এই কর্মসূচী নিয়ে এসেছে। পাশাপাশি কৃষি উৎপাদন বহুমুখীকরণের লক্ষ্যে বর্তমানের সরকারের আমলে চলমান প্রণোদনা কর্মসূচী অব্যাহত রাখছে। মন্ত্র জানান, ধান চাষ থেকে কৃষকদের নির্ভরতা কমিয়ে লাভজনক ফসল উৎপাদনে প্রতি বছর সরকার কৃষকদের প্রণোদনা দিয়ে আসছে। এবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে প্রণোদনার পাশাপাশি কৃিষ পুর্নবাসন কর্মসূচিও হাতে নেয়া হয়েছে। এটি সরকারের একটি বিনিয়োগ। এরমাধ্যমে কৃষক এক টাকার বিনিময়ে ১১ টাকা রিটার্ন পাবে। পুনর্বাসন কর্মসূচীর আওতায় চলতি ২০১৬-১৭ অর্থবছরে বন্যয় ক্ষতিগ্রস্ত ১৬ জেলায় ১৭ হাজার ২১১ ক্ষুদ ও প্রান্তিক কৃষককে রোপা আমনের চারা ও সবজি বীজ প্রদান করা হবে। এরমধ্যে ১৫ হাজার কৃষককের মাঝে বিনামুল্যে শাক ও সবজি বীজ প্রদান করা হবে। মন্ত্রীর দেওয়া তথ্যমতে, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বগুড়া, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলায় পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৭ হাজার ২ শত ১১ জন কৃষকদের মধ্যে ৫৩ লাখ ৭৪ হাজার টাকার চারা ও বীজ বিতরণ করা হবে। অপরদিকে প্রণোদনা কর্মসূচীর আওতায় সারা দেশের ৪ লাখ ১ হাজার ৩০০ জন কৃষকরে মাঝে বিনা মূল্যে সার, বীজ সবরবাহ করা হবে। বোরো ধানসহ ১০ রকমের ফসলের বীজ ও সার বিনামুল্যে প্রদানের জন্য সরকারের ব্যয় হবে ৪১ কোটি ৫৬ লাখ টাকা। মন্ত্রী জানান, এবারের বন্যায় ১৬ জেলার প্রায় সাড়ে ৭ লাখ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ১ লাখ ৫৮ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গছে। যাদের ফসল পুরোপুরি নষ্ট হয়েছে ওইসব কৃষকদের জন্যই এই পুর্নবাসন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
×