ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

প্রকাশিত: ২৩:১৮, ২৪ আগস্ট ২০১৬

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পশ্চিম হামছদী গ্রামে যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক ঝুমা আক্তার (১৯) নামে এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। পুলিশ ধারণা করছে, যৌতুকের দাবিতে স্বামী স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে নিহত গৃহবধূর আত্মীয়-স্বজনরা স্বামীর বাড়িঘর ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে। সোনারগাঁ থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যৌতুকের দাবিতে স্ত্রী ঝুমা আক্তারকে তার স্বামী মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। এর আগেও স্ত্রীকে মারধর করেছিল। লাশ মর্গে পাঠানো হয়েছে। এখনও (বেলা পৌঁনে ৩টায়) মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
×