ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে যুবককে হত্যা করে দেড়লক্ষ টাকা ছিনতাই

প্রকাশিত: ১৯:১৯, ২৪ আগস্ট ২০১৬

দাউদকান্দিতে যুবককে হত্যা করে দেড়লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের কালাডুমুর নদীর পার থেকে মনিরুল ইসলাম পিন্টু (৪০) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওলানপাড়ার গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। আজ বুধবার সকালে গৌরীপুর ফাঁড়ির পুলিশ নিহতের লাশ উদ্ধার ময়না তন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। যুবককে হত্যা করে ছিনতাইয়ের অভিযোগ করেছে তার বড় বোন রোশনারা আক্তার (বিউটি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বাসায় খাবার খেয়ে বেরিয়ে গেলে আজ বুধবার সকালে হাটচান্দিনা গ্রামের রাজা মিয়ার বালু ভরাট মাঠ কালাডুমুর নদীর দক্ষিন পাড় থেকে পিন্টুর লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নাম প্রকাশ না করে এলাকাবাসী জানায়, পিন্টু নিয়মিত মাদক সেবন করত। সম্প্রতি স্থানীয় ওলান পাড়ায় সাবেক চেয়াম্যানের পরিত্যক্ত বাড়ীতে মাদকের আড্ডা থেকে মুজাম্মেল ও পিন্টুকে পুলিশ আটক করে। পরে পিন্টুকে ছেড়ে দিলেও মুজাম্মেলকে জেল হাজতে পাঠানো হয়। নিহতের বোন বিউটি মেম্বার জানান, দীর্ঘ দিন বাহরাইন প্রবাসে কর্মরত থেকে দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়লে তাকে আর বিদেশ পাঠানো হয়নি। পরে মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে চিকিৎসা করে আনা হয়। ভালো হওয়ার পর বাহরাইন প্রবাসী বড় ভাই আব্দুল হালিম সম্প্রতি ব্যবসার জন্য পিন্টুর কাছে দেড়লক্ষ টাকা পাঠায় ঐ টাকা সে সবসময় সাথেই রাখতেন এবং দেড়লক্ষ টাকার জন্যই তাকে হত্যা করা হতে পারে বলে তিনি জানান ।
×