ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে অটোরিক্সা চালক খুন

প্রকাশিত: ১৯:০০, ২৪ আগস্ট ২০১৬

গাজীপুরে অটোরিক্সা চালক খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ব্যাটারী চালিত এক অটোরিক্সা চালককে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জসিম মিয়া (১৯)। সে ময়মনসিংহের কতোয়ালী থানার বয়রা গ্রামের মোঃ একরাম হোসেনের ছেলে। জয়দেবপুর থানার এসআই রুহুল আমীন ও নিহতের বড় ভাই রমজান আলীসহ স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালী কলাবাগান এলাকায় বাবা-মা, ভাই-বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকে জসিম মিয়া। সে এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতো। মঙ্গলবার দিবাগত রাতে সে বাসায় ফিরেনি। স্বজনরা খোঁজাখুঁজি করে তার খোঁজ পায়নি। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ পায় তারা। একপর্যায়ে গভীর রাতে জসিমের মোবাইল ফোন দিয়ে তার খালা সাজু’র কাছে অজ্ঞাত ব্যাক্তি ফোন করে অচেতন অবস্থায় বিলের পাশে পড়ে থাকা জসিমকে উদ্ধার করে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে আবার ফোন বন্ধ করে দেয়। পরদিন সকালে শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন হাজীবাগ এলাকায় বিলের পাশে অটোরিক্সা পড়ে থাকতে দেখে এলাকাবাসি। কৌতুহলী লোকজন খোঁজাখুঁজি করে পাশর্^বর্তী সীমানা প্রাচীর দিয়ে ঘেরা প্রকৌশলী হাবিবুর রহমানের জমিতে উলঙ্গ অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় অটোরিক্সা সমিতিকে জানায়। তারা ঘটনাস্থলে এসে অটোরিক্সাসহ লাশ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ রিক্সাসহ চালকের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ ওই হাসপাতালের মর্গে প্রেরণ করে।
×