ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবির কালো দিবসে ছাত্র শিক্ষক প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০৯:২৫, ২৪ আগস্ট ২০১৬

ঢাবির কালো দিবসে ছাত্র শিক্ষক প্রতিবাদ সমাবেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিলÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীদের কালোব্যাজ ধারণ, ছাত্র-শিক্ষক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা। ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট তৎকালীন সেনা সমর্থিত সরকারের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক, ও নিন্দনীয় ঘটনা স্মরণে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্র-শিক্ষক প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সংসদীয় কমিটিতে আমরা ১৩ দফা সুপারিশ করেছিলাম। ওই সুপারিশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্পষ্টভাবে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার কথা ছিল। কারণ সংসদ নির্বাচনই পারে ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করতে। কিন্তু এখনও পর্যন্ত আমি জাানি না কেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয় না। সমাবেশে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, ঢাবির অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক আজিজুর রহমান, অধ্যাপক এমএম আকাশ প্রমুখ। এদিকে দিবসটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় পরিবার কালোব্যাজ ধারণ করে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও কারা নির্যাতিত ছাত্র, তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি ও কারিগরি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।
×