ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কনসালটেন্সি ফি কমিয়ে আনুন ॥ বিশেষজ্ঞ চিকিৎসকদের রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৯:২৫, ২৪ আগস্ট ২০১৬

কনসালটেন্সি ফি কমিয়ে আনুন ॥ বিশেষজ্ঞ  চিকিৎসকদের  রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কোন কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেন্সি ফি খুবই বেশি উল্লেখ করে সাধারণ মানুষ, বিশেষ করে পল্লীর দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সুবিধা সামর্থ্যরে মধ্যে রাখতে চিকিৎসা ফি কমানোর জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, অনেক চিকিৎসকের চিকিৎসা ফি সাধারণ মানুষের সামর্থ্যরে বাইরে হওয়ায় আমরা চিকিৎসা ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছি। রাষ্ট্রপতি মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ কমিউনিটি অপথালমোলজিক্যাল সোসাইটির (বিসিওএস) দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে এ কথা বলেন। খবর বাসসর। রাষ্ট্রপতি বলেন, আমাদের মনে রাখতে হবে, অনেক স্বাস্থ্যসেবা প্রার্থীর সক্ষমতা সীমিত। তাদের জন্য বিশেষ সুবিধা এবং স্বল্প খরচে চিকিৎসা প্রয়োজন। রাষ্ট্রপতি রোগীদের প্রতি আরও আন্তরিক হতে চিকিৎসকদের আহবান জানান। বিসিওএস’র সভাপতি ডাঃ শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর ডাঃ কামরুল হাসান খান, স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক এবং বিসিওএস’র মহাসচিব ডাঃ এনামুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চক্ষু চিকিৎসায় বিশেষ অবদান রাখায় ১৪ জন চক্ষু চিকিৎসককে সম্মাননা জানানো হয়।
×