ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হয়রানি চলবে না

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা যাবে

প্রকাশিত: ০৯:০১, ২৪ আগস্ট ২০১৬

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা যাবে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ যেন নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং হয়রানি না করে এই শর্তে বাড়িওয়ালার মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা যাবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ডিএমপি বিধিমালার এ সংক্রান্ত ধারাকেও বৈধ ঘোষণা করে পর্যবেক্ষণসহ রিট নিষ্পত্তি করেছে আদালত। এদিকে আওয়ামী লীগের (ফেনী-২ আসন) এমপি নিজাম উদ্দিন হাজারীর পদের বৈধতা নিয়ে হাইকোর্টের রায় ঘোষণার দিন তৃতীয় বারের মতো পেছাল। মঙ্গলবার এই রায়ের দিন ঠিক থাকলেও তা পিছিয়ে আগামি ৩০ আগস্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কোন পদ্ধতিতে কিভাবে জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তি করে তার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের ব্যাপারে এই রায় দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও আইনুন নাহার সিদ্দিকা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রায় ঘোষণার পর মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, আদালতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা যা বলেছি তার সঙ্গে একমত হয়েছে। আদালত বলেছে, পুলিশ তথ্য সংগ্রহ করতে পারবে। তবে নাগরিকরা গোপনীয়তার স্বার্থে কোন কলাম পূরণ করতে না চাইলে তাকে জোর করা যাবে না।
×