ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আসছেন আগামী সপ্তাহে

প্রকাশিত: ০৮:১৭, ২৪ আগস্ট ২০১৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আসছেন আগামী সপ্তাহে

স্টাফ রিপোর্টার ॥ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের সফরে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। জানা গেছে, তিনি ২৯ আগস্ট সকালে ঢাকা আসবেন। দুই দেশের সম্পর্ক আরও গভীর এবং পরস্পরের প্রতি আরও বিশ্বাস বাড়ানোর প্রয়াস থাকবে তার এ সফরে। এছাড়াও বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এটি একটি সরকারী সফর এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে জন কেরির আনুষ্ঠানিক বৈঠক হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কেরি সৌজন্য সাক্ষাত করবেন বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা থেকে এরপর ভারতে যাবেন। তার সফর পরিকল্পনার জন্য মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গত দুই সপ্তাহে পররাষ্ট্র ও পররাষ্ট্র সচিবের সঙ্গে অন্তত চারটি বৈঠক করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে নিরাপত্তা বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা হবে।
×