ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলকে হানিফ

২১ আগস্ট হত্যাকাণ্ডে তারেক জড়িত না থাকলে কারা ছিল নাম বলুন

প্রকাশিত: ০৮:০৪, ২৪ আগস্ট ২০১৬

২১ আগস্ট হত্যাকাণ্ডে তারেক জড়িত না থাকলে কারা ছিল নাম বলুন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল। হাওয়া ভবনে বঙ্গবন্ধুর খুনী, পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী এবং জামায়াত নেতাদের সঙ্গে বসে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বিটিসিএল ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক ইউনিয়ন (সিবিএ) আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘হাওয়া ভবনে মুফতি হান্নান, বঙ্গবন্ধুর খুনী মেজর নূর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী মজিদ ভাটদের নিয়ে বিএনপি নেতারা এই হামলার পরিকল্পনা করেছিলেন। সরকারীভাবে গ্রেনেড সরবরাহ করা হয়েছিল। গবর্নমেন্ট প্রোটেকশনে এ হামলা হয়েছিল।’ ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত ছিলেন দাবি করে হানিফ আরও বলেন, শুধু তারেক রহমান নন, ওই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুও ওই হামলায় জড়িত ছিলেন। বোমা হামলায় অংশগ্রহণকারীদের স্বীকারোক্তিতেই এসব তথ্য বেরিয়ে এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি নাকচ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আমলে ২০০৪ সালে ওই গ্রেনেড হামলা হয়েছিল। আপনি (মির্জা ফখরুল) ওই সময় সরকারের মন্ত্রী ছিলেন। আপনি যদি মনে করেন, তারেক রহমান জড়িত ছিলেন না, তাহলে নিশ্চয় জানেন কারা জড়িত। নামের তালিকাগুলো দিন, তদন্ত করা হোক। ২১ আগস্টের হামলা তো আর জজ মিয়া করেনি। তিনি তো শেখ হাসিনার প্রতিপক্ষ ছিলেন না যে তাকে হত্যা করলে জজ মিয়া প্রধানমন্ত্রী হয়ে যাবেন। বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী প্রমুখ। শীঘ্রই জামায়াতকে নিষিদ্ধ করা হবে- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ॥ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শীঘ্রই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। একই সঙ্গে জামায়াতের সব সম্পদ বাজেয়াফত করে তা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে বণ্টন করে দেয়া হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে পাবলিক লাইব্রেরির সেমিনার শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
×