ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রকেট বোমা হামলা

প্রকাশিত: ০৭:০১, ২৪ আগস্ট ২০১৬

রকেট বোমা হামলা

গত রবিবার ইসরায়েলের সীমান্ত শহর সেদেরথের একটি আবাসিক এলাকায় গাজা থেকে ছোঁড়া রকেট এসে পড়ে, তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এর জবাবে ইসরায়েলি বিমান ও ট্যাঙ্কগুলো গাজার বেইত হানুন শহরে বোমাবর্ষণ ও গোলা নিক্ষেপ করে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রাথমিকভাবে ছোঁড়া ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় একটি পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছেন বেইত হানুনের বাসিন্দারা। পরে সন্ধ্যায় ইসরায়েলি জঙ্গিবিমানগুলো গাজার বিভিন্ন স্থানে অন্ততপক্ষে ৩০টি স্থাপনা লক্ষ করে বোমাবর্ষণ করে। হামাস, ইসলামিক জিহাদ ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ করে এসব হামলা চালানো হয়। এসব বিমান হামলায় দুইজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার চিকিৎসকেরা।
×