ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অল্প বয়সেই বাজিমাত

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ আগস্ট ২০১৬

অল্প বয়সেই বাজিমাত

স্পোর্টস রিপোর্টার ॥ অল্প বয়সেই বাজিমাত করেছেন চীনের ডাইভিং কন্যা রেন কিয়ান। ব্রাজিলের রিও অলিম্পিকে মেয়েদের ডাইভিংয়ের ১০ মিটার প্লাটফর্ম ইভেন্টে ৪৩৯.২৫ পয়েন্ট পেয়ে স্বর্ণ জিতেছেন চীনের কিয়ান। স্বদেশী সি ইয়াজি ৪১৯.৪০ পয়েন্ট নিয়ে রৌপ্য এবং ৩৮৯.২০ পয়েন্ট নিয়ে কানাডার মেঘান বেনফিটো লাভ করেন তাম্রপদক। রেন কিয়ানের বয়স মাত্র ১৫ বছর ১৮০ দিন। রিও অলিম্পিকে তিনিই সবচেয়ে কম বয়সে স্বর্ণপদক জেতা এ্যাথলেট। ২০১৫ সালে ওয়ার্ল্ড এ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ১৪ বছর বয়সে রৌপ্যপদক জিতে নিজের আগমনীবার্তা জানিয়ে দিয়েছিলেন ক্রীড়াবিশ্বকে। তবে রেনের চেয়েও আরও কম বয়সে অলিম্পিকে পদক জিতেছেন, এমন এ্যাথলেটের সংখ্যা পাঁচ। এই রেকর্ডটি গ্রীক জিমন্যাস্ট দিমিত্রিয়স লন্দ্রাসের। ১৮৯৬ অলিম্পিকে তিনি যখন তামা জেতেন, তখন তার বয়স মাত্র ১০ বছর ২১৮ দিন! যুক্তরাষ্ট্রের মারজোরাই গেস্ট্রিং ১৯৩৬ অলিম্পিকে যখন মেয়েদের ডাইভিংয়ে স্বর্ণ জেতেন, তখন তার বয়স ছিল ১৩ বছর ২৬৮ দিন। এছাড়া মহিলা চীনা ডাইভার ফু মিংজিয়া ১৩ বছর ৩৪৫ দিন বয়সে স্বর্ণ জেতেন ১৯৯২ অলিম্পিকে, রোমানিয়ান মহিলা জিমন্যাস্ট নাদিয়া কোমানিচি ১৪ বছর ২৪৩ দিন বয়সে স্বর্ণ জেতেন ১৯৭৬ অলিম্পিকে, আমেরিকান নারী জিমন্যাস্ট ১৪ বছর ২৯৮ দিন বয়সে স্বর্ণ জেতেন ১৯৯৬ অলিম্পিকে। রেন অবশ্য এগিয়ে আছেন ব্রিটিশ নারী সাঁতারু সারাহ্ হার্ডক্যাসলের চেয়ে। সারাহ্ ১৫ বছর ১১৩ দিন বয়সে রৌপ্য জেতেন ১৯৮৪ অলিম্পিকে। কিয়ান এ সাফল্যের পর বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন থাকতেই স্বপ্ন দেখতাম ডাইভার হব। রিওতে স্বর্ণজয় করাটা স্বপ্নপূরণের মতো। আশা করি ২০২০ টোকিও অলিম্পিকেও স্বর্ণ জিতব। ইভেন্ট শুরুর আগে কিছুটা নার্ভাস লাগছিল। মনে হচ্ছিল আত্মবিশ্বাসও কমে গেছে খানিকটা। তবে পরে সবকিছু সামলে নিয়েছি।’
×