ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ০৬:৩০, ২৪ আগস্ট ২০১৬

ইংল্যান্ড-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৪ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ শেষ করেছে পাকিস্তান। আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সাউদাম্পটনের দ্য রোজ বোলে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৭৬ ওয়ানডে ম্যাচ খেলেছে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান জিতেছে ২৯টিতে। আর ইংল্যান্ড জিতেছে ৪৫টিতে। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ আগস্ট, ১, ৪ সেপ্টেম্বর। সিরিজের একমাত্র টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর। পাকিস্তান ওয়ানডে স্কোয়াড ॥ আজহার আলী (অধিনায়ক), হাসান আলী, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, সামি আসলাম, শারজিল খান, উমর গুল, ইয়াসির শাহ, বাবর আজম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ। ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড ॥ ইয়ান মরগ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটরক্ষক), আলেক্স হেলস, লায়াম প্লানকেট, জো রুট, বেন স্টোকস, মার্ক উড, মঈন আলী, জেক বল, লায়াম ডসন, ক্রিস জর্ডান, আদিল রশীদ, জ্যাসন রায়, ক্রিস ওয়েকস। লঙ্কা-অসি এগিয়ে যাওয়ার লড়াই স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। টেস্টে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে অসিরা। স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন বিশ্বচ্যাম্পিয়নরা তাই এগিয়ে যেতে আত্মবিশ্বাসী। তেমনটাই জানিয়েছেন কোচ ড্যারেন লেহম্যান। ৫০ ওভারের ক্রিকেটে যথারীতি ভাল করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। অন্যদিকে সমতায় ফিরতে জয় চাইছেন স্বাগতিক লঙ্কান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসও। কলম্বোয় দিবারাত্রির ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল তিনটায়। একই ভেনুতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ২২৭ রান করে শ্রীলঙ্কা। দীনেশ চান্দিমাল (৮০*) ও কুশল মেন্ডিজ (৬৭) ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। জেমস ফকনার ৪ ও মিচেল স্টার্ক নেন ৩টি করে উইকেট। এর মধ্য দিয়ে ওয়ানডেতে দ্রুততম ১শ’ উইকেট (৫২তম ম্যাচে) নেয়ার নতুন রেকর্ড গড়েন তুখোড় স্টার্ক। জবাবে এ্যারন ফিঞ্চ (৫৬) ও অধিনায়ক স্টিভেন স্মিথের (৫৮) দুটি হাফসেঞ্চুরি সত্ত্বেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয় পেতে ঘাম ঝরে অস্ট্রেলিয়ার। জর্জ বেইলি ৩৯ ও ম্যাথু ওয়েড করেন ২৬ রান। লঙ্কার হয়ে স্পিনার দিলরুয়ান পেরেরা ৩ ও লক্ষণ সান্দাকান নেন ২ উইকেট। এগিয়ে যেতে আত্মবিশ্বাসী লেহম্যান বলেন, ‘ওয়ানডেতে আমাদের বেশ কয়েকজন মানসম্মত অলরাউন্ডার রয়েছে। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দল গঠন করা হচ্ছে। আমরা প্রকৃত অর্থেই একটি ভাল ওয়ানডে দল পেয়েছি, যারা বেশ কিছু দিন ধরে দারুণ পারফর্ম করে আসছে।’ পক্ষান্তরে টেস্টের সাফল্যই লঙ্কান অধিনায়ক ম্যাথুসকে আত্মবিশ্বাস যোগাচ্ছে, ‘টেস্টে আমরা সত্যি দারুণ ক্রিকেট খেলেছি। এখন সিরিজে ৪ ওয়ানডে বাকি, আমরা সমতা আনতে চেষ্টা করব।’
×