ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ

শেখ রাসেলের শুরু ড্র দিয়ে

প্রকাশিত: ০৬:২৯, ২৪ আগস্ট ২০১৬

শেখ রাসেলের শুরু ড্র দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ আগে গোল করেও জিততে পারল না শেখ রাসেল ক্রীড়া চক্র। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত এএফসি কাপের প্লে অফ ম্যাচে চাইনিজ তাইপির টাটুং এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল। খেলার ৩১ মিনিটে ক্যামেরুনিয়ান মিডফিল্ডার জঁ জুলস ইকাঙ্গার গোলে রাসেল এগিয়ে গেলেও ৮১ মিনিটে সমতা আনে টাটুং। গোলদাতা হুং সি চেন। বৃহস্পতিবার ভুটানী ক্লাব এফসি টারটনের বিপক্ষে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচ খেলবে রাসেল। প্রথম ম্যাচে টাটুং ও টারটন গোলশূন্য ড্র করে। জনকণ্ঠের প্রথম প্রতিপক্ষ নয়া দিগন্ত ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৮ আগস্ট পল্টনের শহীদ ক্যাপ্টেন (অব) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে শুরু হবে। প্রতিযোগিতায় অংশ নেবে ৩৪ জাতীয় গণমাধ্যম সংস্থা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ ৪০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফি ছাড়াও নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করবে। এছাড়া সুশৃঙ্খল দলকে ফেয়ার প্লে ট্রফি দেয়া হবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রতিম্যাচের সেরা খেলোয়াড়কে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আগামী ২৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় দৈনিক জনকণ্ঠ তাদের প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ দৈনিক নয়া দিগন্ত। এ উপলক্ষে মঙ্গলবার ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটনের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার, ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য শেখ মাহমুদ এ রিয়াত, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব কাজী শহীদুল আলম ও সাহাব উদ্দীন সাহাব এবং ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান।
×