ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকায় জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ রায়ান

প্রকাশিত: ০৬:২৮, ২৪ আগস্ট ২০১৬

ঢাকায় জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ রায়ান

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন গোলরক্ষক কোচ নিউজিল্যান্ডের রায়ান স্যানফোর্ড এখন ঢাকায়। মঙ্গল বিকেলে তিনি বাংলাদেশে বিমানযোগে পৌঁছান। স্যানফোর্ড নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে কাজ করেছেন। তাছাড়া বিভিন্ন ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এর আগে সোমবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকান ট্রেনার রিডন বিয়ারডেন ঢাকা পৌঁছান। দুজনেই এর আগে বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিটের সঙ্গে কাজ করেছেন। সেইন্টফিট যখন টোগোর কোচ ছিলেন তখন বিয়ারডেনও ছিলেন তার সঙ্গে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব বোল্টন ওয়ান্ডরার্সেও কাজ করেছেন এ ট্রেনার। সাভার গণ বিশ্ববিদ্যালয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভার গণ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় ফুটবল (ছেলেমেয়ে) টুর্নামেন্ট ২০১৬ শেষ হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হয় ছেলে ও মেয়েদের ফাইনাল খেলা। মেয়েদের খেলায় আইন বিভাগ টাইব্রেকারে ৪-৩ গোলে রাজনীতি ও প্রশাসন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিকেলে ছেলেদের ইংরেজী ও কম্পিউটার সায়েন্স বিভাগের মধ্যে দ্বিতীয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। মেয়েদের ফুটবল খেলাকে উৎসাহিত করতে এদিন জাতীয় মহিলা ফুটবল দলের লাল ও সবুজ দলের মধ্যে একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জাতীয় দলের লাল দল ৪-০ গোলে সবুজ দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় গণ বিশ্ববিদ্যালয়ের ৫ মেয়ে খেলোয়াড়ও জাতীয় দলের সঙ্গে খেলায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। উল্লেখ্য, ১৩ আগস্ট গণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে ‘আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬’ শুরু হয়। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছেলেদের ১৪ ও মেয়েদের ১২ দল অংশগ্রহণ করে।
×