ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাতায়াত ব্যবস্থার নিরাপত্তা নিয়ে শঙ্কা ইংল্যান্ডের!

প্রকাশিত: ০৬:২৮, ২৪ আগস্ট ২০১৬

যাতায়াত ব্যবস্থার নিরাপত্তা নিয়ে শঙ্কা ইংল্যান্ডের!

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৭ আগস্ট বাংলাদেশ সফর করে গেছে ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষকরা। চারদিনের সফরে তারা ঢাকা ও চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছে। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে জুলাইয়ের শুরুতে ঢাকার গুলশানে ভয়াবহ জঙ্গী হামলায় ২০ বিদেশী নাগরিক হত্যা ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ সফর নিয়ে। তবে নিরাপত্তা পর্যবেক্ষকরা সন্তোষ প্রকাশ করেছিলেন বলেই দাবি করেছিলেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। কিন্তু প্রতিনিধিরা দেশে ফিরে যাওয়ার পর যাতায়াত ব্যবস্থার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। এমনটাই দাবি করেছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে এসে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। ঢাকায় এসে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ইংল্যান্ডের তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল। পর্যবেক্ষক দলটি কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ওপর নির্ভর করবে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের ভাগ্য। তবে প্রতিবেদন জমা দেওয়ার আগে ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা টেলিগ্রাফ জানিয়েছে, বাংলাদেশ সফরের বিষয়ে নেতিবাচক মতামত দিয়েছেন নিরাপত্তা প্রতিনিধি দলের সদস্য এবং ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকসন। এতে জানানো হয়েছে, হোটেল কিংবা স্টেডিয়ামের নিরাপত্তা নয় বিমানবন্দর থেকে হোটেল, এবং হোটেল থেকে মাঠ পর্যন্ত যাওয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। তাদের মতে এশিয়ার জনবহুল শহরগুলোতে নিরাপত্তা দেয়াটা একটু কঠিনই। এছাড়া ক্রিকেট দলের খেলা দেখতে আসা ইংলিশ সমর্থকদের নিরাপত্তা নিয়েও চিন্তিত ইসিবি। তাদের মতে, খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। কিন্তু ইংল্যান্ডের সমর্থকরা তুলনামূলক কম মূল্যের হোটেলে থাকতে চাইবেন। সেক্ষেত্রে তাদের নিরাপত্তার সমস্যা হতে পারে।
×