ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবেক ক্রিকেটারদের নিয়ে এ টুর্নামেন্টে খেলবে ৬ দল, ম্যাচ হবে ২৫ ওভারের

মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল শুরু ১ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬:২৮, ২৪ আগস্ট ২০১৬

মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল শুরু ১ সেপ্টেম্বর

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরের শুরুতে আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট মাস্টার্স ক্রিকেট লীগ (এমসিএল) অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিশ্বের সাবেক ক্রিকেটাররা খেলেছেন। টি২০ ফরমেটে হয়েছে খেলা। ওই টুর্নামেন্টের আদলেই এবার বাংলাদেশে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি)। তবে এটি হবে ২৫ ওভারের ম্যাচ। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আসরটির সব ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। দিবারাত্রির ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। মঙ্গলবার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ৬ দল প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গড়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম জানানো হয়। এমসিসি আসরে ৬ দলের অংশগ্রহণে সেমিফাইনাল পর্যন্ত খেলা হবে কক্সবাজারে। শুধু দিবারাত্রির ম্যাচটি হবে ফাইনাল, সেটা মিরপুরে অনুষ্ঠিত হবে। প্রতি ম্যাচ হবে ২৫ ওভারের। জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক এ প্রতিযোগিতার কনভেনর- আকরাম খান, খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলট। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- লঙ্কাবাংলা অল স্টারস মাস্টার্স, ইস্পাহানি চিটাগং মাস্টার্স, জাজ ভূঁইয়া ঢাকা ডিভিশন মাস্টার্স, কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স, জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স ও রেনেসা রাজশাহী মাস্টার্স। লঙ্কাবাংলার মেন্টর রকিবুল হাসান এবং অধিনায়ক সেলিম শাহেদ। দলটিতে উল্লেখযোগ্য আরও আছেন হাসিবুল হোসেন শান্ত, আজম ইকবাল, আনিসুর রহমান সঞ্চয়, ফাহিম মুনতাসির সুমিত ও মাহবুব আনামসহ অন্যরা। চিটাগাং মাস্টার্সের মেনটর আজহার হোসেন শান্টু। দলটির অধিনায়ক আকরাম খান ছাড়াও আছেন মিনহাজুল আবেদিন নান্নু, এনামুল হক মনি, তারেক আজিজ খান, আফতাব আহমেদ, আনোয়ার হোসন মনির, নুরুল আবেদিন নোবেলদের মতো তারকারা। ঢাকা মেট্রো মাস্টার্সের মেন্টর এএসএম ফারুক। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে দলটির হয়ে খেলবেন মোহাম্মদ রফিক, নিয়ামুর রশীদ রাহুল, নাসির আহমেদ নাসুরা। রাজশাহী মাস্টার্সের মেন্টর শাহনেয়াজ কবির শানু, অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়াও আছেন আলমগীর কবির, রফিকুল ইসলাম খান, সাইফুল্লাহ খান জেম, হান্নান সরকার, মোর্শেদ আলী খান সুমন, মুশফিকুর রহমান বাবুরা। খুলনা মাস্টার্সের মেন্টর ওমর খালিদ রুমি ও অধিনায়ক হাবিবুল বাশার সুমন ছাড়াও আছেন মঞ্জুরুল ইসলাম, হাসানুজ্জামান ঝড়ু, মোঃ সেলিম, মাহমুদুল হাসান রানা, হারুনুর রশীদ লিটন, শফিউদ্দিন আহমেদ বাবু ও মিজানুর রহমান পাটোয়ারীরা। ঢাকা মাস্টার্সের মেন্টর ইসতিয়াক আহমেদ ও অধিনায়ক নাইমুর রহমান দূর্জয় ছাড়াও আছেন সানোয়ার হোসেন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, সাইফুল ইসলাম খান, রাশেদুল হক সুমন, সাজ্জাদ কাদির, জাকির হাসান, দিপু রায় চৌধুরী, আনিসুর রহমান ও জালাল ইউনুসরা।
×