ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিল দলে সুযোগ পেলেন স্বর্ণজয়ীরা

প্রকাশিত: ০৬:২৭, ২৪ আগস্ট ২০১৬

ব্রাজিল দলে সুযোগ পেলেন স্বর্ণজয়ীরা

স্পোর্টস রিপোর্টার ॥ খাদের কিনারা থেকে ব্রাজিলের ফুটবলকে যেন টেনে তুলেছেন দেশটির তরুণেরা! দীর্ঘদিন ধরে ব্যর্থতার মধ্যে থাকা সেলেসাওদের সম্প্রতি অলিম্পিক ফুটবল থেকে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতিয়েছেন ২৩ বছরের যুবারা। এ কারণে আসন্ন বিশ্বকাপ বাছাই ফুটবলে তারুণ্যনির্ভর দল গড়েছে ব্রাজিল। আগামী মাসে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ টিটে। এই দলে অলিম্পিক গেমসে স্বর্ণজয়ী দলের দু’জনসহ পাঁচ খেলোয়াড়কে ডাকা হয়েছে। যাদের জাতীয় দলে খেলার কোন অভিজ্ঞতা নেই। নেইমারের নেতৃত্বে এবারের অলিম্পিকে ব্রাজিল প্রথমবারের মতো জিতেছে স্বর্ণপদক। সেই সাফল্যের ছাপ থেকে গেছে বিশ্বকাপ বাছাইপর্বের দলেও। স্বর্ণপদকজয়ী দলের সাত খেলোয়াড় জায়গা পেয়েছেন ব্রাজিলের মূল দলে। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে যেতে পারে অলিম্পিকের ফাইনালে পেনাল্টি রুখে নায়ক বনে যাওয়া গোলরক্ষক উইভারটনের। ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাসও জায়গা পেয়েছেন দলে। দলের আরও তিন নতুন সদস্য টাইসন, রাফায়েল কারিওকা ও ফাগনার। অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে আছেন দানি আলভেজ, ফিলিপে লুইস ও মার্সেলো। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক থিয়াগো সিলভার। দীর্ঘদিন পর ব্রাজিল দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার পাউলিনহো। বিশ্বকাপের বাছাইপর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের তালিকায় ছয় ম্যাচ শেষে তাদের অবস্থান ষষ্ঠ। আগামী ১ সেপ্টেম্বর কুইটোতে ইকুয়েডর ও পাঁচদিন পরে মানাওসে কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। অধরা অলিম্পিক ফুটবলের স্বর্ণ উপহার দিয়েই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নেইমার। তার এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন ব্রাজিল কোচ টিটে। ব্রাজিল দল ॥ গোলরক্ষক- আলিসন বেকার, মার্সেলো গ্রোহে, উইভারটন, ডিফেন্ডার- গিল, মার্কুইনহোস, মিরান্ডা, রড্রিগো সিয়াও, দানি আলভেজ, ফাগনার, ফিলিপে লুইস, মার্সেলো। মিডফিল্ডার- ক্যাসেমিরো, গুইলিয়ানো, লুকাস লিমা, পাউলিনহো, ফিলিপ কাউটিনহো, রাফায়েল ক্যারিওকা, রেনাটো আগুস্টো, উইলিয়ান, ফরোয়ার্ড- গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসাস, নেইমার ও টাইসন।
×