ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অধিকতর কল্যাণের লক্ষ্যে-

প্রকাশিত: ০৬:১৬, ২৪ আগস্ট ২০১৬

অধিকতর কল্যাণের লক্ষ্যে-

নাগরিক সুবিধা বাড়াতে বর্তমান ঢাকা বিভাগকে ভেঙ্গে আরও একটি বিভাগ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২০-৩০ বছর পর ঢাকার জনসংখ্যা, এখানকার অর্থনৈতিক অবস্থা কেমন হবে- সেই সব বিষয় মাথায় রেখে ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত সভায় শেখ হাসিনা নাগরিক সেবা বাড়াতে ঢাকা ভেঙ্গে আরও নতুন বিভাগ করার কথা বলেছেন। সিদ্ধান্তটি ইতিবাচক তাতে কোন সন্দেহ নেই। একই উদ্দেশ্যে গত বছর ঢাকা বিভাগকে ভাগ করে ময়মনসিংহ বিভাগ করা হয়েছিল। যদিও এখনও পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে কার্যক্রম শুরু করতে পারেনি নবগঠিত এই বিভাগটি। প্রায় দুই দশকের এই দাবিটি গত বছর পূরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তবতাকে সামনে রেখে এবার বর্তমান ঢাকাকে ভেঙ্গে দুটি বিভাগ করার কথা ভাবছে সরকার। বিকেন্দ্রীকরণের সুফল, আঞ্চলিক উন্নতি ও উন্নয়ন বৈষম্য নিরসনে এবং মানুষের কল্যাণে বিভাগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সহজ হয়। এ কথা সত্য যে, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের কারণে রাজধানী ঢাকার সঙ্গে অন্যান্য জেলা-বিভাগ-উপজেলার দূরত্ব কমে গেছে। তাই আগের মতো নতুন বিভাগ, জেলা, উপজেলা গঠনের প্রয়োজন সেভাবে প্রকট নয়। তারপরও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জনগণের ক্ষমতায়ন এবং নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বিভাগ গঠনের সিদ্ধান্তটি ইতিবাচক। সরকার সিদ্ধান্তটির জন্য সাধুবাদ পাবেন তা নিঃসন্দেহে বলা যায়। এখানে স্মতর্ব্য যে, বর্তমান সরকার ২০১০ সালে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুরকে বিভাগে উন্নীত করেছিল সেখানকার জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে। ময়মনসিংহের বিষয়টিও একই কারণে তা বলার অপেক্ষা রাখে না। এবারের সিদ্ধান্তটিও তারই ধারাবাহিকতার। কারণ জনসংখ্যানুপাতে বর্তমান ঢাকা বিভাগ ঘনবসতিপূর্ণ এবং শিল্প-অবকাঠামোগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে এর প্রয়োজনীয়তাও রয়েছে। তবে খেয়াল রাখতে হবে সিদ্ধান্তটি যেন আমলাতান্ত্রিক জটিলতায় না আটকায়। বিভাগ ঘোষণার দীর্ঘদিন পরও বরিশাল, সিলেট, রংপুর এমনকি ময়মনসিংহের অবকাঠামো, প্রশাসনিকসহ নানাবিধ সুবিধা নিশ্চিত করা হয়নি। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের বিবিধ উন্নয়ন নিশ্চিত করতে এই ধরনের সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে। ঢাকা বিভাগকে আরও ছোট করার পরিকল্পনা তারই অংশ। এক সময় বাংলাদেশ চারটি বিভাগ দ্বারা বিভাজিত ছিল। সময়ের প্রয়োজনে দেশে এখন ৮টি বিভাগ। ঢাকা বিভাগকে ভেঙ্গে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ইতোমধ্যে দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ গঠন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগ হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিভাগে জেলা ছিল ১৭টি। পরে ১৩ জেলা নিয়ে ঢাকা বিভাগকে পুনর্গঠন করা হয়। এখন ১৩ জেলাকে ভাগ করে দুটি বিভাগ গঠন সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত। সরকারের দায়িত্ব তৃণমূল পর্যায়ে মানুষের কাছে সব ধরনের সেবা পৌঁছে দেয়া। স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের কাছে এই সেবা পৌঁছে দেয়া সম্ভব। এর জন্য দরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। যে উদ্দেশ্যে নতুন বিভাগ করার উদ্যোগ নেয়া হয়েছে তা বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কালক্ষেপণ যাতে না হয়- সেটাই প্রত্যাশিত।
×