ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনন্য প্রতিভা...

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ আগস্ট ২০১৬

অনন্য প্রতিভা...

অনন্যা ভার্মা। বয়স মাত্র ৪ বছর ৮ মাস ২১ দিন। আর এ বয়সেই সরাসরি ক্লাস নাইনে ভর্তি হয়ে গেল মেয়েটি। সবচেয়ে কম বয়সে মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছে এই বিস্ময় বালিকা। সোমবারই তাকে ভারতের লক্ষেèৗয়ের একটি স্কুলে ক্লাস নাইনে ভর্তি করা হয়েছে। আগামী বছরই উত্তরপ্রদেশ বোর্ড পরীক্ষায় বসতে চলেছে অনন্যা। জেলা বিদ্যালয় পরিদর্শক উমেশ ত্রিপাঠী জানিয়েছেন, এইটুকু বয়সেই অনন্য প্রতিভার পরিচয় দিয়েছে অনন্যা। ক্লাস নাইনের সব বই-ই অবলীলায় পড়ে ফেলেছে মেয়েটি। আমরা চিন্তাভাবনা করেই তাকে ক্লাস নাইনে ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। অনন্যার বোনও অসামান্য প্রতিভার অধিকারিণী। তার বোন মাত্র ১৫ বছর বয়সে মাইক্রোবায়োলজিতে পিএইচডি করেন। আর ভাই শৈলেন্দ্র ৯ বছর বয়সে হাইস্কুলের পড়াশোনা শেষ করেন। অনন্যার গর্বিত বাবা তেজ বাহাদুর বলেন, এসব সৃষ্টিকর্তার উপহার। আমার সন্তানেরা পড়াশোনা করতে চায়। কিন্তু আমি তাদের পড়াশোনার খরচ যোগাতে পারি না। আর এ জন্য হয়ত সৃষ্টিকর্তা ওদের মধ্যে এই অনন্য প্রতিভা দান করেছেন। অনন্যার মা ছায়া বলেন, আমার মেয়ে বই পড়ার পাশাপাশি রামায়নও পড়ছে। আমার মেয়ে খুব দ্রুত কিছু মুখস্ত করতে পারে।-ডেকান ক্রনিকল অবলম্বনে।
×