ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাচীনতম পাইন গাছ

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ আগস্ট ২০১৬

প্রাচীনতম পাইন গাছ

ইউরোপের সবচেয়ে বেশি বয়সী জীবন্ত গাছের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। বসনীয় জাতের এই পাইন গাছটির বয়স এক হাজার ৭৫ বছর। গ্রীসের এক বনে এই গাছের সন্ধান পাওয়া গেছে। গাছের বয়স নির্ণয় চিহ্ন ব্যবহারের মাধ্যমে এটির বয়স নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। সুইডেনের বিজ্ঞানী পল জে ক্রুসিক বলেন, গ্রীসের যে অঞ্চলে এই পাইন গাছটির অবস্থান সেখানে আজ থেকে ৩ হাজার বছর আগে মানুষের বসবাস ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এখানে আর মানুষজন বাস করতে পারেনি। তবে আশ্চর্য বিষয় হলো এই পাইন গাছটি দীর্ঘ বৈরী আবহাওয়া মোকাবিলা করে এখনও টিকে আছে। তিনি আরও বলেন, আমাদের জানামতে ইউরোপে এত বেশি বছর বয়সী গাছ আর নেই।-সায়েন্স নিউজ ডটকম অবলম্বনে।
×