ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চালু হলো গ্রামীণ ফোনের ই-কমার্স সাইট

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ আগস্ট ২০১৬

চালু হলো গ্রামীণ ফোনের ই-কমার্স সাইট

স্টাফ রিপোর্টার ॥ চালু হলো গ্রামীণফোনের ই-কমার্স সাইট। এই সাইটের মাধ্যমে সারাদেশেই পণ্য কেনা যাবে। যে কোন বয়সের মানুষ গ্রামীণফোনের ই-কমার্স থেকে পণ্য কিনতে পারবেন। শুরুতেই আকর্ষণীয় অফারে স্মার্টফোন, পরিধানযোগ্য গ্যাজেট ও মোডেম ‘জিপি শপ’ এর মাধ্যমে কেনা যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে গ্রামীণফোন মোবাইল অপারেটর অনলাইন শপের ঘোষণা দিয়েছে। গ্রামীণফোন ই-কমার্সের সেøাগান রেখেছে, ‘নিশ্চিন্তে পৌঁছায় হাতে’ জিপি অনলাইন শপ। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, ‘জিপি শপ’ থেকে ক্রেতারা সহজেই মূল নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়ারেন্টিসহ নতুন মডেলের স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট ক্রয় করতে পারবেন। এছাড়া কিস্তিতে টাকা পরিশোধ করার ফ্লেক্সি পেমেন্ট অপশন ‘ইএমআই’ সুবিধাসহ সারাদেশে হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাবে ‘জিপি শপে’। ক্রেতারা গ্রামীণফোনের এই অনলাইন শপে অরিজিনাল হ্যান্ডসেট, বান্ডেল ও আকর্ষণীয় অফার গ্রহণ করতে পারবেন। জিপি শপই প্রথম ই-কমার্স সাইট যেখানে বিশ্বসেরা শাওমি স্মার্টফোন ব্র্যান্ডের অরিজিনাল হ্যান্ডসেট অফিসিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যাবে। থাকবে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার। আসল শাওমি’র কয়েকটি মডেলের স্মার্টফোনের অগ্রিম বুকিং দেয়ার সুযোগ রয়েছে শুধু জিপি শপে। অনুষ্ঠানে বলা হয়, নিরাপদ সেবা, অসংখ্য ব্র্যান্ড ও মডেলের ডিভাইস, আকর্ষণীয় অফার, সুবিধাজনক মূল্য পরিশোধ সুবিধা। জিপি এক্সপ্রেসের মাধ্যমে দেশব্যাপী সরবরাহ ও ডেলিভারি সুবিধা দিচ্ছে জিপি শপ। বিতরণ ব্যবস্থার উপর ভিত্তি করে ও সেরা ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর কর্মকা- থেকে শিক্ষা নিয়ে আমার জিপি অনলাইন শপ তৈরি করেছি। ডিজিটাল সেবাপ্রদানকারী হিসেবে গ্রামীণফোন সবসময় চেষ্টা করে গ্রাহকদের জীবনকে ডিজিটাল সেবার মাধ্যমে আরও উন্নত ও সহজ করে তোলার। এরই ধারাবাহিকতায় জিপি শপ চালুর মাধ্যমে গ্রাহকদের পছন্দের ডিজিটাল সেবাপ্রদানকারী অপারেটরে পরিণত হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে গেল গ্রামীণফোন। ক্রেতাদের তথ্য সুরক্ষিত রাখতে এবং নিরাপদে অনলাইন লেনদেন সম্পন্ন করতে ‘জিপি শপ’ অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে অধিক নিরাপদ। বিকাশ, শিওরক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস, মাইক্যাশ এবং আইবিবিএল এমক্যাশের মতো সুবিধাজনক সব রকম পেমেন্ট সুবিধা থাকছে জিপি শপে। নির্দিষ্ট ডিভাইস ক্রয় করতে নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাসের কিস্তি সুবিধাও রাখা হয়েছে জিপি অনলাইন শপে। জিপি শপ থেকে কোন ডিভাইস কেনার সঙ্গে পাওয়া যাবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সেবা। গ্রামীণফোনের নির্ভরযোগ্য বিতরণ ব্যবস্থা এবং খুচরা বিক্রয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশব্যাপী ২ হাজার ৫শ’ জিপি এক্সপ্রেস স্টোরের সঙ্গে যুক্ত থাকবে জিপি অনলাইন শপ। জিপি এক্সপ্রেসে টেলিকম সংক্রান্ত সেবা ছাড়াও জিপি শপে অর্ডার এবং পণ্য সংগ্রহ করা যাবে।
×