ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৬, ২৪ আগস্ট ২০১৬

টুকরো খবর

দুই ভুয়া ডিবি পুলিশকে গণধোলাই স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার ইলুহার জনতার হাটে সোমবার মধ্যরাতে ডিবি পুলিশ পরিচয় দেয়া দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো, পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের লাহেল শেখের পুত্র আনোয়ার শেখ ও একই গ্রামের আমির হোসেন ফকিরের পুত্র ফিরোজ ফকির। ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ওই দুই যুবক জনতারহাটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। স্থানীয়রা তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে তাদের দু’জনকে আটক করে গণধোলাই দেয়। পরবর্তীতে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রহিজ মিয়া (৪৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন আহাম্মেদ জানান, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, একশ’ বোতল মদ, ১৫ কেজি গাঁজা ও ৩০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। নিহত রহিজ মিয়া পাশের আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামের মৃত সওদাগর আলী ফকিরের ছেলে। ডাকাতের গুলিতে যুবক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চর এলাকার কুচখালি গ্রামে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন বাড়িতে শুরু করে ডাকাত দল। ডাকাতরা বন্দুকসহ ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন বাড়ি থেকে কৃষকদের গরুগুলো লুট করে নেয়। এ সময় শহিদুল খানের বাড়িতে এলে সে ডাকাতদের বাধা দেয়। ফলে ডাকাতরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড বন্দুকের গুলি ছোড়ে। এতে একটি গুলি তাঁর মাথায় লেগে শহিদুল খান (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়। সে ওই গ্রামের মৃত জবেদ আলী খানের ছেলে। সিলেটে ভ- পীর আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমার পুলেরমুখ থেকে সোমবার রাতে এক ভ- পীরকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ নান্নু শাহ নামের এ ভ- পীরের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় তার আস্তানা রয়েছে। তাবিজ-কবজের মাধ্যমে নারী ও কিশোরীদের যৌন নির্যাতন করত এ ভ- পীর। এ ঘটনায় গত জানুয়ারি মাসে সিলেট কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালি পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়। গরুর শিংয়ের গুঁতোয় কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৩ আগস্ট ॥ বগুড়ার আদমদীঘিতে গরুর শিংয়ের গুঁতোয় আব্দুস ছামাদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের জিনইর গ্রামে। জানা গেছে, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের জিনইর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে আব্দুস ছামাদ মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে পালিত গরুকে গোসল করানোর জন্য বাড়ির পাশের পুকুরে নিয়ে যায়। গোসল করানোর এক সময় ওই গরু শিং দিয়ে ছামাদকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে নিয়ে যায়। কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলজিআরডিমন্ত্রীর সাবেক এপিএস গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ আগস্ট ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় চাঁদাবাজির অভিযোগে ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মামলায় রয়েছে গ্রেফতারি পরোয়ানা। পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে রাজধানীর নাখালপাড়া এলাকার একটি বাড়ি থেকে সত্যজিৎ মুখার্জীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। শ্রমিক নির্যাতন ॥ বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ আগস্ট ॥ আশুলিয়ায় শ্রমিক নির্যাতনের ঘটনায় একটি তৈরি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছে শ্রমিক। মঙ্গলবার সকালে আশুলিয়ার ‘ছয় তলা’ এলাকার ‘ডি.কে. গ্লোবাল’ ফ্যাশনওয়্যার’ নামক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, অন্যান্য দিনের মতো মোবাইল ফোন নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে এদিন হঠাৎ কর্তৃপক্ষ শ্রমিকদের ফোন জমা রাখতে বলে। আকাশ নামের এক শ্রমিক এর প্রতিবাদ করলে মারধর করে ফোনটি কেড়ে নেয় কারখানার স্টাফরা। এ ঘটনায় অন্য শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে এগিয়ে গেলে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা ১০ শ্রমিককে পিটিয়ে আহত করে। বিক্ষুব্ধ শ্রমিকরা এর প্রতিবাদে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নওগাঁয় দীঘিতে বিষ দিয়ে পোনা নিধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ আগস্ট ॥ নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি দীঘিতে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের রেণু পোনা মেরে ফেলা হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার স্বরূপপুর মৌজায় ৯ বিঘা জলাবিশিষ্ট পীরবদনী নামক দীঘিটিতে নওগাঁ শহরের চকদেব এলাকার মৃত মহিউদ্দিন মৃধার পুত্র আতাউল হক খোকন গত ৩ বছর ধরে মাছের রেণু পোনা উৎপাদন করে আসছিলেন। মঙ্গলবার সকালে খোকনের বড়ভাই মৎস্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলামের নির্দেশে তার কাজের লোক মন্টু পাহান দীঘিতে বিষযুক্ত মাছের খাবার ছিটিয়ে দেয়। এই খাবার দেয়ার সঙ্গে সঙ্গে দীঘির রেণু পোনা সব ভেসে উঠে এবং মরতে শুরু করে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। ব্যাপারে খোকন বাদী হয়ে বড় ভাই আমিনুল ইসলাম এবং তার কাজের লোক উক্ত মন্টু পাহানকে দায়ী করে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে পরিকল্পিতভাবে গৃহবধূ কমলী রানীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচারকারী পাষ- স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড, গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা শহরের তিনকোনা মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ডিগ্রী কলেজের পরিদর্শক বাসদ নেতা ফুলবর রহমান, কমলীর পিতা নরেন চন্দ্র সেন, বড় বোন শ্যামলী রানী, বড়ভাই সুভাষ চন্দ্র, আলতাফ হোসেন প্রমুখ। নরেন চন্দ্র অভিযোগ করেন, সোমবার সকালে নির্যাতনের এক পর্যায়ে কমলী মারা গেলে পরনের শাড়ি গলায় পেঁচিয়ে ঘরের আড়ের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার চালায় তার স্বামী ও পরিবারের লোকজন। পরে স্বামী অতুল ডায়েরি করার জন্য থানায় এলে পুলিশ তাকে আটকে রাখে। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো অতুলকে ছেড়ে দেয়। সিরাজদিখানে মিড-ডে মিল চালু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে ‘মিড-ডে মিল’ কার্যক্রম চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। উপজেলাটির দুর্গম এলাকা সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দিয়ে এর সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে এই আয়োজনে আরও অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী, প্রধান শিক্ষক শাজাহান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ‘অঙ্গীকার’ সভাপতি হেদায়েত হোসেন ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শান্ত প্রমুখ। এই কর্মসূচীর আওতায় স্থানীয়ভাবে শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশন করা হবে। বেকার নারীদের প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বেকার নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামে আরফিন সেন্টারে যুব উন্নয়ন অধিদফতর ও বিক্রমপুর-মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার বেকার মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ জামিল ফারুকী, বীর মুক্তিযোদ্ধা তৌহিদ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সাগর প্রমুখ। এই প্রশিক্ষণে দু’শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেয়। খুবিতে আরও অনুষদ ও বিভাগ চালু স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চলতি শিক্ষাবর্ষে (২০১৬-১৭) প্রথম বর্ষে আরও একটি নতুন স্কুল (অনুষদ) ও দুটি ডিসিপ্লিন (বিভাগ) চালু হচ্ছে। আইন স্কুল নামে নতুন স্কুলের অধীনে আইন ও বিচার ডিসিপ্লিন এবং বর্তমানে চালু থাকা কলা ও মানবিক স্কুলের অধীন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন চালু হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেই এ দুটি ডিসিপ্লিনে ৪০ জন করে মোট ৮০ শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া স্থাপত্য ও গণিত ডিসিপ্লিনে ৫টি করে মোট ১০টি এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে ২টি আসন বাড়ানো হচ্ছে। এনিয়ে চলতি শিক্ষা বর্ষে নতুন ৯২টি আসন বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি ডিসিপ্লিনসহ মোট ডিসিপ্লিনের সংখ্যা হচ্ছে ২৮টি। প্রথম বর্ষে মোট আসন সংখ্যা দাঁড়ালো ১২১০টি। বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের পদ্মা তীরে বন্যাকবলিত ও নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার তেউটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্মরণে দিনভর এই চিকিৎসা দেয়া হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং উপজেলা শাখা এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে নাক, কান, গলা, চক্ষু, ডায়াবেটিকস, গাইনি, শিশু, চর্ম ও মেডিসিন বিভাগেরসহ ২২ জন চিকিৎসক প্রায় এক হাজার রোগীকে সেবা দেন। এই ক্যাম্পের উদ্বেধনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকিরের সভাপতিত্বে আরও অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, ডাঃ গোবিন্দ চন্দ্র দাস, ডাঃ আব্দুর রশিদ সিকদার, ডাঃ বিবেকানন্দ পাল। চাঁদার দাবিতে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ আগস্ট ॥ সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান বোরহানকে তার অফিস কক্ষে মঙ্গলবার সকালে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আব্দুল জোব্বার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গুরুতর আহত ওয়ালিউর রহমান বোরহানকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আব্দুল জোব্বার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে হঠাৎ করে আব্দুল জোব্বার, তার ভাই আব্দুল জলিল, আলী হাসান ও লাভলু মিয়া অজ্ঞাত কয়েক ব্যক্তিসহ লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। এরপর তারা প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে তাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। একপর্যায়ে আব্দুল জোব্বার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রধান শিক্ষকের ডান হাতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। মাদ্রাসার শিক্ষক নিখোঁজ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দীর্ঘ দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন বাঁশদহা মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আবু তাহের জিয়াউদ্দিন ইউসুফ। নিখোঁজ মাদ্রসা শিক্ষক এ,টি, জেড, এম ইউসুফ যশোর জেলার কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের আব্দুল বারী ওয়াদুদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদ্রাসায় অনুপস্থিত থাকায় তাকে স্পষ্ট জবাব দিয়ে প্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু তারপরও তিনি প্রতিষ্ঠানের যোগদান বা উপস্থিত হননি। ওই শিক্ষক ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বরের পর থেকে মাদ্রাসায় আসেননি। কিন্তু সর্বশেষ ২০১৪ সালের ১৮ অক্টোবর পর্যন্ত মাদ্রাসার হাজিরা খাতায় তার স্বাক্ষর পাওয়া যায়। মুন্সীগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের পদ্মা নদী থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার কাছে ভাওয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদী হতে ওই অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। লৌহজং থানার ওসি আনিছুর রহমান বলেন, পদ্মায় ভাসমান লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে। স্বর্ণ পাচারকারী পঙ্কজ ভারতের জেলে স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারী দলের সক্রিয় সদস্য গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের বাসিন্দা পঙ্কজ কু-ু (২৬) বিএসএফের হাতে আটক হয়ে গত ১২দিন ধরে ভারতের আলীপুর কারাগারে রয়েছেন। এদিকে তাকে মুক্ত করার জন্য মোটা অঙ্কের টাকার নিয়ে মাঠে নেমেছেন ওই দলের অন্যান্য সদস্য। পঙ্কজের আটকের পর বেরিয়ে আসতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। চবিতে পিএইচডিপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে বিভাগের পিএইচডি ডিগ্রী প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের সম্মাননা জানানো হয়। একই অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত দুই অধ্যাপককে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিগ্রীপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত শিক্ষকরা তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে তরুণ শিক্ষার্থীদের যোগ্য মানবসম্পদে রূপান্তর করবেন এটাই প্রত্যাশা। পরে তিনি উক্ত বিভাগের ২৩ পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আ.ক.ম. আবদুল কাদের, সহযোগী অধ্যাপক ড. এস এম রফিকুল আলম ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আমীনুল হক। জাবিতে হল থেকে মাদকদ্রব্য উদ্ধার জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে হল প্রশাসন। মঙ্গলবার দুপুর ১টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক আবু দায়েনের নেতৃত্বে এক ঝটিকা অভিযান চালায় হল প্রশাসন। এ সময় রফিক জব্বার হলের ৩২০নং কক্ষে বসবাসকারী হাসেম রেজার (লোকপ্রশাসন বিভাগ, ৪০তম আবর্তন) বেডের নিচ থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় হলের ওয়ার্ডেন আ স ম ফিরোজ উল হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কারাগার পরিদর্শনে মানবাধিকার চেয়ারম্যান নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৩ আগস্ট ॥ কেরানীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। পরিদর্শন শেষে তিনি বলেন, কারাগার পরিকল্পনায় ত্রুটি রয়েছে। ভেতরে পর্যাপ্ত জায়গা থাকলেও বাইরে দর্শনার্থীরা কষ্ট পাচ্ছেন। এখানে নেই কোন অভ্যর্থনা কক্ষ। টয়লেটের সমস্যা প্রকট। হাজতিদের নামাজ আদায়ের জন্য কোন মসজিদও নির্মাণ করা হয়নি। বড় গাড়ি ভেতরে ঢুকতে পারে না। এটা পিডব্লিউডির ব্যর্থতা রয়েছে। প্লানে ত্রুটি রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য নজরুল ইসলাম, ঢাকা জেলা সিনিয়র জজ ও সদস্য বেগম নুরুন্নাহার ওসমানি, অতিরিক্ত আইজিপি ইকবাল হাসান, কারাগারের জেলার নেছার আলম। ট্রাফিক আইন মেনে চলতে সিএমপি কমিশনারের আহ্বান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ট্রাফিক আইন মেনে চলা ও যাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ এক মতবিনিময় সভার আয়োজন করে মঙ্গলবার। এছাড়াও বাস মালিক, শ্রমিক ও চালকদের সচেতন করতে এ সভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এতে প্রধান অতিথি ছিলেন। তিনি এক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ও যানজট নিরসনে চালক ও যাত্রী সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক অলি আহম্মদ। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান, বিআরটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহনের মহাসচিব। এদিকে, ধর্মীয় অপব্যাখ্যা ভুল ব্যাখ্যার ফাঁদে পড়ে কেউ যেন জঙ্গীবাদে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সভায় অভিভাবক, শিক্ষক ও ছাত্রদের সচেতনতার ওপর গুরুত্বারোপ পুলিশ কমিশনার সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, ইভটিজিং ও মাদকের ভয়াবহতা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মিউনিসিপ্যাল মডেল স্কুল এ্যান্ড কলেজ ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের নিয়ে আরেকটি মতবিনিময় সভায় বক্তব্য দেন। ৯ কারারক্ষী বদলি স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেটে কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে কারারক্ষী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় ফটোসাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৯ কারারক্ষীকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে সুনামগঞ্জ, ৩ জনকে মৌলভীবাজার এবং ২ জনকে হবিগঞ্জ কারাগারে বদলি করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুলাই কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ ও কারারক্ষীদের মধ্যকার সংঘর্ষের ছবি তুলতে গিয়ে কারারক্ষীদের হামলায় চার ফটোসাংবাদিক আহত হন। এ ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়।
×