ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাগীব আলীর বিরুদ্ধে চার্জ গঠন হয়নি

প্রকাশিত: ০৪:১৫, ২৪ আগস্ট ২০১৬

রাগীব আলীর বিরুদ্ধে  চার্জ গঠন হয়নি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জালিয়াতির মাধ্যমে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাত ও বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের আলোচিত দুটি মামলায় কাগজপত্র প্রস্তুত না হওয়ায় শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে মঙ্গলবার নির্ধারিত তারিখে চার্জ গঠন হয়নি। সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত মুখ্য হাকিম সরাবন তাহুরা মামলার চার্জ গঠনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন। জানা গেছে, রাগীব আলীসহ অন্য আসামিদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, তা তামিল হয়নি। সংশ্লিষ্ট থানাগুলো থেকেও কোন প্রতিবেদন আসেনি আদালতে। তাই মামলা দুটির চার্জ গঠন সম্ভব হয়নি। এদিকে প্রতারণার মামলায় তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের জামিন আগামী ধার্য তারিখ পর্যন্ত বহাল রেখেছে আদালত। উল্লেখ্য, গত ১০ আগস্ট জালিয়াতির মাধ্যমে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাত ও বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের আলোচিত দুটি মামলায় শিল্পপতি রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির, তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত ও রাগীব আলীর নিকটাত্মীয় মৌলভীবাজারের রাজনগরের দেওয়ান মোস্তাক মজিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান রাগীব। সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৩ আগস্ট ॥ সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী সেইফ লাইনের চালক আলমগীর হোসেন (৩৮) নিহত হয়েছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেডিএস লজিস্টিক পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক চট্টগ্রাম জেলার আকবর শাহ্ থানার জয়নাল আবেদিনের পুত্র। নড়াইলে শিক্ষার্থীসহ ২ নিজস্ব সংবাদদাতা, নড়াইল থেকে জানান, নড়াইল-নওয়াপাড়া সড়কের খলিশাখালী এলাকায় ট্রাকচাপায় নবম শ্রেণীর শিক্ষার্থী ও এক শিশু নিহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এরা সবাই ভ্যানযাত্রী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিশাখালী এলাকায় শসা বোঝাই ট্রাকচাপায় প্রগতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী আগদিয়ারচর গ্রামের পিন্টু বিশ্বাসের মেয়ে চৈতি বিশ্বাস (১৪) ও বড়েন্দার গ্রামের সাধন বিশ্বাসের আড়াই বছরের শিশু কন্যা তৃষা নিহত হয়। মাদক মামলায় নারীর যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে মাদক পাচার মামলায় টগরী খাতুন নামের এক নারীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের-২ এর বিচারক খন্দকার হায়দার আলী এ রায় দেন। টগরী খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার বকচর গ্রামের ওমর আলীর স্ত্রী। কারাদ-াদেশের পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেয়া হয়েছে ওই নারীকে। উল্লেখ্য, ২০১২ সালের ১৯ জুলাই গোদাগাড়ী হাটপাড়া ঘাট গ্রাম থেকে এক কেজি পাঁচ শ’ গ্রাম হেরোইনসহ টগরী খাতুনকে আটক করা হয়।
×