ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জাল সার্টিফিকেট তৈরি ॥ যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৫, ২৪ আগস্ট ২০১৬

চট্টগ্রামে জাল সার্টিফিকেট তৈরি ॥ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে জাল সার্টিফিকেট তৈরির অপরাধে ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। সোমবার রাতে নগরীর সিডিএ মার্কেট সংলগ্ন সৈকত প্লাজার তৃষা ফটোস্ট্যাট দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে নকল সার্টিফিকেট ও সিল উদ্ধার করা হয়। ইকবালের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারাম থানায়। সে নগরীর আকবর শাহ থানার নিউ শহিদ লেন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ইকবাল ফটোস্ট্যাট দোকানের আড়ালে সিল ও স্বাক্ষর নকল করে জাল সার্টিফিকেট তৈরি করত। সোমবার রাতে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। আমতলীতে অধ্যক্ষ জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ফোরকান মিয়ার জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছিলেন। মামলায় মঙ্গলবার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা গেছে, ১৯৯৯ সালে ফোরকান মিয়া বকুলনেছা মহিলা কলেজে ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক পদে ১৯৯২ সালে আমতলী ডিগ্রী কলেজ থেকে বিএ পাস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএ পাসের সার্টিফিকেট দিয়ে চাকরি যোগদান করেন। ২০১০ সালে তিনি ওই কলেজে অধ্যক্ষ পদে পদোন্নতি নিয়েছিলেন। এদিকে কলেজ সহকারী অধ্যাপক মোঃ মজিবুর রহমান মোঃ ফোরকান মিয়ার বিএ পাস সার্টিফিকেট জাল ও ভুয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ব্যবস্থাপনা কমিটির কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থাপনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়া স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বগি ভিত্তিক দুই গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজয় গ্রুপের এক কর্মীকে সিক্সটি নাইন গ্রুপের মাধররের ঘটনায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে উভয় গ্রুপ ধাওয়া পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। রাজনীতিতে বিজয় গ্রুপ মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এবং সিক্সটি নাইন গ্রুপ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজয় গ্রুপের কর্মী রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শেখ আহমদকে শাহ জালাল হলের সামনে মারধর করে সিক্সটি নাইন পক্ষের নেতাকর্মীরা। বিষয়টি বিজয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সিক্সটি নাইন পক্ষের নেতাকর্মীদের ধাওয়া দেয়। প্রতিবাদে সংগঠিত হয়ে সিক্সটি নাইন পক্ষের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া করে। সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ আগস্ট ॥ টানা ১৪ বছর পলাতক থাকার পর সদর উপজেলার বড়গর্দি গ্রামের অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে নেত্রকোনা মডেল থানা পুলিশ শ্রীপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
×